রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন

“পদ্মা সেতু” উদ্বোধন উপলক্ষে মির্জাপুরে নানা আয়োজন

মাসুদ পারভেজ, স্টাফ রিপোর্টার : / ২০৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৫ জুন, ২০২২

“আমার টাকায় আমার সেতু,বাংলাদেশের পদ্মা সেতু” এই স্লোগানকে সামনে রেখে মির্জাপুর উপজেলায় স্বপ্নের “পদ্মা সেতু”র শুভ উদ্বোধন উপলক্ষে আনন্দে নানান আয়োজন করা হয়েছে।আয়োজনের মধ্যে সংযুক্ত ছিল-ব্যান্ড পার্টি, আনন্দ র‍্যালি,আনন্দ মিছিল,কেক কাটা,আতশবাজি,ফুটবল খেলা সহ বিভিন্ন আয়োজন।এমন আয়োজন করেন- উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠন ও উপজেলা প্রশাসন।

আজ শনিবার (২৫ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মির্জাপুর উপজেলা পরিষদ সহ উপজেলার বিভিন্ন স্থানে উক্ত আয়োজন সম্পন্ন করা হয়।

উক্ত অনুষ্ঠানগুলোতে লোকজন ছিল ভরপুর।সবার মুখে হাসি।হাসি নিয়েই সকলে অনুষ্ঠানগুলোতে সংযুক্ত হয়েছেন এমনটাই লক্ষ্য করা গেছে।

উক্ত অনুষ্ঠানগুলোতে নেতৃবৃন্দসহ সকলের বক্তব্যেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন,পদ্মা সেতু বাংলাদেশের স্বপ্নের সেতু।আজ সেই সেতু উদ্বোধন করা হয়েছে। এতে আমরা সাড়া বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারব বলে মনে করি।পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষেই আনন্দে এসব আয়োজন করা হয়েছে বলে জানান কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর