পাবনার ঈশ্বরদীতে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক
পাবনার ঈশ্বরদীতে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে পাকশী হাইওয়ে থানা পুলিশ।
রবিবার দুপুরে উপজেলার লালন শাহ সেতু গোল চত্বর এলাকা থেকে আটক করা হয় বলে জায়ায় পুলিশ।
আটককৃতরা হচ্ছে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মথুরাপুরের গোলাম মোস্তফার ছেলে সবুজ হোসেন (২৮) একই এলাকার ইয়ার আলীর ছেলে মোহাম্মদ সেতু হোসেন (২০) পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিস কুমার সান্যাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক কারবারি কুষ্টিয়ার সীমান্ত এলাকা দিয়ে ফেন্সিডিল নিয়ে পাকশী প্রবেশ করছে তখন তাদের উল্লেখিত জায়গা থেকে আটক করা হয়। তিনি আরো জানান,সুত্র মারফত জানাগেছে তারা বহুদিন ধরে এসব মাদক পাচার করে আসছিল।
পাকশী হাইওয়ে থানা পুলিশের সদস্যরা চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করার সময় একটি মোটরসাইকেলে ২১ বোতল ফেন্সিডিল পায় এ বিষয়ে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে।
ইয়াছিন আলী শেখ / কলমের বার্তা