রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীর পাকশীতে রেল কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

ইয়াছিন আলী শেখ পাবনা প্রতিনিধি : / ২৬৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৯ জুন, ২০২২

পাবনার ঈশ্বরদীর পাকশীতে বাংলাদেশ রেল কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতি ও জনবল সংকট নিরসনে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগের সিদ্ধান্ত বাতিরের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ পাকশী শাখার আয়োজনে ঈশ্বরদী আমতলা থেকে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে মিছিলটি পাকশী বিভাগীয় রেলওয়ে ভবনে সমাবেশে শেষ হয়। পাকশী রেল শ্রমিকলীগের সভাপতি ইকবাল হায়দারের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায়, বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হবিবুল, রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সহ সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, রেলওয়ে শ্রমিকলীগ শাখার সভাপতি রফিকুল হাসান স্বপন, পাকশী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।

এছাড়া আরও বক্তব্য রাখেন পাকশী বিভাগীয় রেলের আওতায় বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। সমাবেশে শ্রমিক নেতারা বলেন, দেশ রেলওয়েতে ১৩টি বিভাগে প্রায় সাতশো’ ক্যাটাগরিতে ৩য় ও ৪র্থ শ্রেণির পদে সংস্থান রয়েছে। এ সমস্ত পদে কর্মরতদের অভিজ্ঞতার বিষয়টি রেলওয়ে পরিচালনায় অত্যধিক গুরুত্বপূর্ন ভূমিকা রাখে। যুগ যুগ ধরে অভিজ্ঞ কর্মচারিদের নিয়মিত করে রেলওয়ের চাকা সচল রাখা হয়েছে।

অস্থায়ী ও অনিয়মিত কর্মচারি রেলওয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ন জননিরাপত্তার স্বার্থ জড়িত। এ সকল পদে কর্মরত অভিজ্ঞ কর্মচারীদের চাকরী হতে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত বাংলাদেশ রেলওয়ের জন্য আত্মঘাতি বলে রেলওয়ে শ্রমিক লীগ মনে করে। পরে পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক সাইদুল ইসলামের কাছে বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন রেল শ্রমিকলীগের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর