পোশাক শ্রমিক হত্যার বিচার ও ঘোষিত মজুরী পুনর্বিবেচনা করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবী
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/11/received_2006322083080269-700x390.jpeg)
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশ এর সভাপতি মো. মাহাতাব উদ্দিন সহিদ, সাধারণ সম্পাদক শামসুল হক, সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান এক যৌথ বিবৃতিতে বলেন, বর্তমান পরিস্থিতিতে শ্রমিকরা রাজপথে নেমে এসেছে। তাদের অহিংস আন্দোলনকে আমরা সমর্থন করি। কিন্তু সহিংস আন্দোলনকে আমরা কখনো সমর্থন করি নাই এবং ভবিষ্যতেও করা হবে না।
তাই মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করে নেতৃবৃন্দ বলেন, গেজেট প্রকাশের আগেই ঘোষিত মজুরী পুনর্বিবেচনা ও পোশাক শ্রমিক হত্যার বিচার দাবি করছি। সাথে সাথে নেতৃবৃন্দ আরো বলেন, টিসিবি কার্ড নয় রেশনিং কার্ড প্রদানের জোর দাবি জানাচ্ছি।
নেতৃবৃন্দ আরো বলেন, গার্মেন্টস সেক্টরে ঘোষিত ১ ও ২নং গ্রেড বাদ না দিয়ে ৫ ও ৬নং গ্রেড বাতিল পূর্বক ৫টি গ্রেড সমন্বয় করে গেজেট প্রকাশের উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং একই সাথে শিক্ষানবীশ শব্দটি বিলুপ্তি ঘোষণা করার দাবি জানাচ্ছি।
বিবৃতিতে নেতৃবৃন্দ আন্দোলনরত শ্রমিকদের স্ব-স্ব কর্মস্থলে ফিরে যাবার অনুরোধ জানান।