সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন

ফ্রি প্লাস্টিক সার্জারি সেবা দেবে বিএসএমএমইউ

রিপোর্টারের নাম : / ১৫৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২ জুলাই, ২০২২

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উদ্যোগে মুখমণ্ডলে জন্মগত ত্রুটি সম্পন্ন শিশুদের তিন মাস পরপর ফ্রি প্লাস্টিক সার্জারি সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে বঙ্গবন্ধু পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি ক্যাম্পে জন্মগত মুখমণ্ডলের ত্রুটি, ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের বিনামূল্যে সার্জারি সেবাদান পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেবাগ্রহীতা ও তাদের স্বজনরা এতে অংশগ্রহণ করেন।

উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘জন্মগত ত্রুটি সম্পন্ন মানুষ অবহেলিত হয়ে আছে। চিকিৎসার মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফেরানো সম্ভব। জন্মগত ত্রুটি নিয়ে বছরে পাঁচ হাজার শিশু জন্মগ্রহণ করে। এসব শিশুর বাবা-মায়েরা বিষণ্ণতায় ভোগেন। অনেকে অর্থের অভাবে সন্তানের চিকিৎসা করাতে পারেন না। অনেকে অর্থ থাকা সত্ত্বেও কোথায় চিকিৎসা পাবেন তা জানেন না। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আগামীতে জাতির পিতার শাহাদাৎবার্ষিকীতে বিনামূল্যে এ সেবা দেওয়া হবে। এছাড়াও প্রতি তিন মাস পর বিনামূল্যে দেওয়া হবে এই সেবা।’

তিনি বলেন, ‘জন্মগত ত্রুটি সম্পন্ন এসব মানুষের চিকিৎসা সেবার জন্য ফান্ড গঠন করা যেতে পারে। এ ফান্ডের আওতায় জেলা-উপজেলায় এ ধরণের রোগীদের খুঁজে বের করে নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে চিকিৎসা সেবা দেওয়া যেতে পারে।’

উপাচার্য আরও বলেন, ‘রোগীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট, ভাস্কুলার সার্জারি বিভাগ, ফরেনসিক মেডিসিন বিভাগের উন্নয়ন কার্যক্রম জোরদার করেছি।’

সভায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অবহেলিত দিকগুলোকে গুরুত্ব দিচ্ছেন। জন্মগত ত্রুটি, শিশুদের জন্মগত হৃদরোগ চিকিৎসায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। এছাড়াও নারী-পুরুষের বন্ধ্যাত্ব নিরসনে বিশেষ উদ্যোগ নিয়েছেন।’

ভুক্তভোগী শিশুদের অভিভাবকরা বলেন, ‘আমরা বিভিন্ন জায়গায় ঘুরেও এ সেবা পাইনি। এখানে সেবা নিতে কোনও অর্থ ব্যয় হয়নি। এ জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই।’ তারা এ সেবা কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান।

বিএসএমএমইউ’র সার্জারি বিভাগের চেয়ারম্যান ও উপ-উপাচার্য অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল। অনুষ্ঠানে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আইয়ুব আলী একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার উপস্থিত ছিলেন।

প্রসঙ্গগত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট ২০ ও ২১ জুন দুই দিনব্যাপী শহীদ শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি ক্যাম্প আয়োজন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর