বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন

বর্ণাঢ্য আয়োজনে কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে বই উৎসব 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২৫১ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সারাদেশের ন্যায় গাজীপুরের কোনাবাড়ীতে কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে বই উৎসব পালিত হলো ২০২৩। রবিবার (১ লা জানুয়ারি) সকালে এ আয়োজনকে ঘিরে স্কুলটিকে সাজানো হয় বর্ণাঢ্য আয়োজনে।
বই উৎসবকে কেন্দ্র করে নানা উদ্যোগ গ্রহণ করেন স্কুল কর্তৃপক্ষ। স্কুল কক্ষ গুলোতে  রংবেরঙের পতাকা এবং টাঙানে হয় রঙিন বেলুন। এমনই সাজ সাজ উৎসবের মধ্যে দিয়ে নতুন বই হাতে পেয়ে আনন্দে উৎসাহিত হয় শিক্ষার্থীরা।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র স্কুলের প্রতিষ্টাতা গাজীপুর সিটি করপোরেশন এর ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর এবং কোনাবাড়ী থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কাউসার আহম্মেদ। এছাড়াও স্কুলের পরিচালক ও ০৭ নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানসহ শিক্ষক শিক্ষিকা  শিক্ষার্থীরা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ এবার সারা দেশে ৪ কোটি ৯ লাখ ১৫ হাজার ৩৮১ জন শিক্ষার্থীদের ৩৩ কোটি ৯১ লাখ ১২ হাজার ৩০০ কপি পাঠ্যপুস্তুক বিনামূল্যে বিতরণ করা হবে। যার মধ্যে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক ও প্রাথমিক স্তরে ২ কোটি ১৯ লাখ ৮৪ হাজার ৮২৩ জন শিক্ষার্থীকে ৯ কোটি ৬৬ লাখ ৮ হাজার ২৪৫ টি বই বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর