বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের  নির্বাহী কমিটির ১৪৮তম সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৮৭ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের নির্বাহী কমিটির ১৪৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ২৫ নভেম্বর ২০২৩ তারিখে রাজধানীর কাকরাইলে স্কাউটস ভবনে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সভাপতি ও জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপাচার্য বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং সার্বিক কার্যক্রমে গতি সঞ্চারের জন্য সংশ্লিষ্টদের প্রতি দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল কর্তৃক আগামী ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালন এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন উপাচার্য ড. মশিউর রহমান। এছাড়া সভায় স্কাউটসের সার্বিক কার্যক্রমের উপর মূল্যায়ন রিপোর্ট উপস্থাপন করা হয়।
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর মুহম্মদ এনামুল হক খানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহ-সভাপতি প্রফেসর এম এ বারী, প্রফেসর মো. আশরাফ উদ্দিন, প্রফেসর এ এইচ এম এ ছালেক, কোষাধ্যক্ষ প্রফেসর এ কে এম সেলিম চৌধুরী, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর