বাউফলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা, আহত ২
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/07/GridArt_20230719_203234711-700x390.jpg)
বাউফলে ফুটবল খেলাকে কেন্দ্র করে মোঃ শাকিল ইসলাম নামের এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করা হয়েছে। সোহাগ হাওলাদার ওরফে ফল সোহাগ নামের এক ব্যক্তি তাকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় সোহাগ নিজেও আহত হয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালাইয়া বাজারের মাদ্রাসা রোড এলাকায় এঘটনা ঘটেছে।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে কালাইয়া কলেজ মাঠে ফুটবল খেলায় রংধনু ক্লাবের বিপক্ষে রেফারির একটি সিদ্ধান্ত ওই ক্লাবের সমর্থক সোহাগ মেনে নিতে পারেনি। এ নিয়ে খেলার মাঠে সাময়িক উত্তেজনা বিরাজ করলেও খেলায় ৩-২ গোলে রংধনু দল বিজয়ী হয়।
এঘটনার পর দিন বুধবার বেলা ১১টার দিকে কালাইয়া কাচা বাজার এলাকায় ফল ব্যবসায়ী সোহাগ ও শাকিলের সাথে তর্কবিতর্ক ও মারামারি হয়। এতে সোহাগের নাক ফেটে রক্ত বেড় হলে একপর্যায়ে সোহাগ ধারালো চাপাতি দিয়ে শাকিলকে কুপিয়ে জখম করে।এতে তার বাম হাতের কব্জিতে গুরুতর জখম হয়। এসময় সোহাগ শাকিলের মটরসাইকেল ভাংচুর করে। আহত দুজনকে বাউফল হাসপাতালে ভর্তি করা হলেও সোহাগ গ্রুপের ভয়ে শাকিল হাসপাতাল ছেড়ে চলে যান।
এ বিষয়ে বাউফল থানার ওসি মোহাম্মদ আরিচুল হক বলেন, ঘটনা আমি শুনেছি তবে এখনো কোনো অভিযোগ পাইনি, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।