রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় এরান্দহ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু শ্রমিকের আত্মহত্যা কারখানা কর্তৃপক্ষের শোক দুই কর্মকর্তা অব্যাহতি ডা. শফিকুর রহমান যারা দেশকে ভালবাসে তারা কখনও দেশ ছেড়ে পালায় না! যশোরে কলেজ ছাত্রীকে ধর্ষনের অভিযোগে কলেজ ছাত্র আটক ভাঙ্গুড়ায় ৯ম শ্রেণীর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার উল্লাপাড়ায় ট্রাক ও মাইক্রোবাস সংর্ঘষে নিহত ২ জন আহত ১ চরবাসীর দুঃখ ঘোচাতে অনবদ্য ছুটে চলছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ ভাংচুরের ঘটনায় আশুলিয়ায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন লালমনিরহাট জজ আদালতে কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ সমাবেশ কালিয়াকৈরে যুবককে আটকে রেখে নির্যাতন,২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির বৃহৎ জুমার নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক / ৪২ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ। তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আযান অনুষ্ঠিত হয়। খুৎবা শুরু হয় দেড়টায় । এরপর ১টা ৫০মিনিটের সময় নামাজ শুরু হয়ে ১টা ৫৫মিনিটে শেষ হয়। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

ইজতেমার নিজামউদ্দিন অনুসারি দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর দেড়টায় খুতবা শুরু হয়। দুপুর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে ১টা ৫৫ মিনিটে নামাজ সম্পন্ন হয়। লাখ লাখ মুসল্লি জুমার নামাজে অংশ নেন বলে তিনি দাবি করেন।

জুমার নামাজে অংশ নিতে রাজধানীর আশেপাশে এবং গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে সকাল থেকেই ময়দানে আসতে থাকে মুসল্লীরা। জুমার নামাজেরর পর আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে ইজতেমা ময়দান।

এর আগে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) যোহরের নামাজের পর কাকরাইল মসজিদের বর্ষিয়ান মুরব্বি মাওলানা মোশাররফ হোসেনের স্বাগতিক বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। আসরের নামাজের পর পাকিস্তানের আহলে শূরা মাওলানা শায়েখ হারুন কোরাইশির বয়ানের মধ্য দিয়ে ইজতেমার মূল বয়ান শুরু হয়।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) ফজরের পর বয়ান করেন ভারতের মাওলানা আব্দুস সাত্তার (নিজামুদ্দিন) তরজমা ( অনুবাদ) করেন মুফতি আজিম উদ্দিন। সকাল সাড়ে দশটায় খিত্তায় খিত্তায় শুরু হয় আমলি বয়ান।

ময়দানের পূর্ব উত্তর কোণে টিনসেটে -ব্যবসায়ী, সরকারি বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সাংবাদিক বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে, নামাজের মিম্বারে কলেজ ইউনিভারসিটির ছাত্রদের বয়ানের মেম্বারে কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের,ময়দানের পশ্চিম পাশে তিন সেটে বধির উদ্দেশ্যে আলাদা বয়ান করা হচ্ছে।

১৬ ফেব্রুয়ারি রবিবার হেদায়েতের কথা বলবেন মাওলানা ইউসুফ বিন সাদ। তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ।

গেল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২ টার সময় দিদার তরফদার (৫৫) নামে এক মুসল্লি মারা গেছেন। দিদার তরফদার খুলনা জেলার সদর থানার বাঙ্গালগলি গ্রামের মৃত তৈয়ব আলী তালুকদারের ছেলে।

মিডিয়া সমন্বয়ক মোঃ সায়েম জানান, বৃহস্পতিবার ১২ টা ১০ মিনিটের সময় খুলনা জেলার ৪১ নম্বর খিত্তায় থাকা দিদার তরফদার শ্বাসকষ্ট জনিত কারণে অসুস্থ হলে আহসানুল্লাহ মাস্টার হাসপাতালে আনার পথে মৃত্যু বরণ করে। জানাজা শেষে তার মৃত দেহ গ্রামের বাড়িতে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।

তাবলীগ জামাত বাংলাদেশ নিজামুদ্দিন অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা ১৪ ফেব্রুয়ারী শুরু হয়েছে ১৬ ফেব্রুয়ারী আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর