বিশ্ব কন্যা দিবস উপলক্ষে আমতলীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা

বিশ্ব কন্যা দিবস উপলক্ষে বরগুনার আমতলীতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী পৌর মিলনায়তনে এনসিটিএফ এর সভাপতি সাজিদ আরমান সজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমতলী পৌরসভার প্যানেল মেয়র মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আমতলী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি মোঃ জাকির হোসেন, বিশিষ্ট সাংবাদিক ও সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিম বাদল, সাংবাদিক নূহু উল আলম নবীন, এনএসএস এর ওয়ার্ল্ড ভিশন এর সাপোর্ট প্রজেক্ট এর ম্যানেজার মৃদুল সরকার, সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ।
শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতার বিষয় ছিল করোনা পরবর্তি শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা। এই থিমের উপর ভিত্তি করে ২৫ জন শিশু এই প্রতিযোগিতায় অংশ নেয়।
আলোচনায় বক্তারা বিভিন্ন প্রেক্ষাপটে আলোচনা করে বলেন, গোটা বিশ্বজুড়ে জাতিসংঘ রাষ্ট্রসমূহ প্রতিবছর ১১ অক্টোবর তারিখে পালন করে। এই দিবসকে মেয়েদের দিনও বলা হয়। ২০১২ সালের ১১ অক্টোবর তারিখে প্রথম এই দিবস পালন করা হয়েছিল। লিংগ বৈষম্য দূর করা এই দিবসের অন্যতম প্রধান উদ্দেশ্য। অন্যান্য উল্লেখযোগ্য ক্ষেত্র সমূহ হল শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা, ও বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক তথা বাল্যবিবাহ।
প্ল্যান ইন্টারন্যাশনাল নামের বেসরকারী অনুষ্ঠানের পৃষ্ঠ-পোষকতাতে একটি প্রকল্প রূপে আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের জন্ম হয়েছিল। প্ল্যান ইন্টারন্যাশনালের থিম “কারণ আমি একজন মেয়ে”(Because I Am a Girl) নামক আন্দোলনের ফলশ্রুতিতে এই দিবসর ধারণা জাগ্রত হয়েছিল। এই আন্দোলনের মূল কার্যসূচী হল গোটা বিশ্বজুড়ে কন্যার পরিপুষ্টি সম্পর্কে জন সচেতনতা বৃদ্ধি করা। সবশেষে শিশুদের মাঝে পুরষ্কার ও মিষ্টি বিতরণ করে দিবসটি পালন করা হয়।