সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:১০ অপরাহ্ন

বেড়ায় ডোবা থেকে গৃহবধুর লাশ উদ্ধার

এস আর শাহ্ আলম , বেড়া ( পাবনা ) প্রতিনিধি / ৩০৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৬ জুলাই, ২০২২

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানাধীন রুপপুর ইউনিয়নের দয়ারামপুর গ্রামে একটি ডোবা থেকে সাবিনা খাতুন ( ৩২ ) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয় ।

এই ঘটনায় জিজ্ঞাসা বাদের জন্য নিহতের স্বামী শিপন শেখ ( ৩৮ ) কে আটক করেছে পুশিল । নিহত গৃহবধু উক্ত ইউনিয়নের পায়কান্দি খানমরিচ এলাকার মৃত নেওয়াজ মোল্লার মেয়ে । এবং আটককৃত শিপন প্বার্শবর্তী হাটখালী ইউনিয়নের মৃত আকু শেখের ছেলে । স্থানীয় সূত্রে জানা গেছে , নিহত সাবিনা খাতুন তিন সন্তানের জননী । দশ বছর আগে তাদের বিয়ে হয় ।

সোমবার রাত থেকে গৃহবধুর কোনো খোঁজ পাচ্ছিলো না তার পরিবারের সদস্যরা মঙ্গলবার সকালে বাড়ির পাশে ডোবায় তার মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীররা । পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় । নিহতের শরীরে আঘাতের চিহ্ন পেয়েছে বলে জানিয়েছে আমিনপুর থানা পুলিশ । নিহতের পরিবারের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে ।

স্থানীয়রা অভিযোগ করেন , নিহত সাবিনার স্বামী পেশায় একজন ভ্যান চালক তবে জুয়াড়ী , সম্প্রতি একটি কোরবানির পশু ( গরু ) বিক্রির টাকার কারণে স্ত্রীকে হত্যা করতে পারে শিপন। ।

আমিনপুর থানার ( ওসি ) মোঃ রওশন আলী বলেন , নিহত গৃহবধুর হত্যা বা নিখোঁজের বিষয়ে আমাদের কাছে কোনো লিখিত বা মৌখিক অভিযোগ আসেনি , তবে সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহত গৃহবধুর বাড়িতে গেলে মৃত্যু রহস্য বলে মনে হয় , মৃত্যুর কারণ আমরা তদন্ত করছি । আশা করছি দ্রুত প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর