শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রামে চাকিরপশার বিলের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন  ভাঙ্গুড়ায় মেসার্স ঘি-বাড়ির ঘির সুনাম সংরক্ষণে প্রেস ব্রিফিং শার্শায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যার প্রধান আসামী আটক ‎২৫ লাখেও মুক্তি মেলেনি মিলনের, বিচারের দাবিতে ডিসি অফিস ঘেরাও সলঙ্গায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই কোম্পানিগুলোর বোতলজাত সরবরাহ না করার অভিযোগ, বেনাপোল তেল নিয়ে তেলেসমাতি! কাজিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্চ শিক্ষকের কোচিং সেন্টারে! কালাইয়ে প্রাইভেট কার-ভ্যানের সংঘর্ষ নিহত ২ আহত ২ বেনাপোলল যশোরের গদখালীতে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত ‎আগামী ৫ এপিল অনুষ্ঠিত হবে মালিক সমিতির নির্বাচন

বেতাগীতে মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে সাফল্যে ও ইতিবাচক প্রভাব

মোঃ খাইরুল ইসলাম মুন্না, বরগুনা: / ১৮৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

বরগুনার বেতাগীতে মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে পরিবার পরিকল্পনা দপ্তর সাফল্যে অর্জন করেছে। এতে উপকূলীয় এ জনপদে ইতিবাচক প্রভাব ফেলেছে।

জানা গেছে, উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ‘সময় মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি’- এ প্রতিপাদ্য বিষয়ের তাৎপর্যের উপর গুরুত্বারোপ করে এ উপজেলায় গত ৬ দিনে উল্লেখযোগ্য বাস্তবায়িত কার্যক্রমের মধ্যে স্থায়ী পদ্ধতি ( পুরুষ গ্রহনকারী) ০৯, স্থায়ী পদ্ধতি ( মহিলা গ্রহণকারী) ৩৬ , দীর্ঘ মেয়াদী পদ্ধতি ( ইমপ্লান্ট গ্রহণকারী) ১৪৮, দীর্ঘ মেয়াদী পদ্ধতি ( আইইউডি)-৬৯, স্বল্প মেয়াদী পদ্ধতি ইনজেকটেবলস্ গ্রহনকারী- ২০৪, খাবার বড়ি গ্রহণকারী-৩৯৭, কনডম গ্রহনকারী ১১৯, প্রসব সেবা ( ডেলিভারি)-৩৪, গর্ভ কালীন সেবা (এএনসি) ২০৩ , প্রসব পরবর্তী সেবা ( পিএনসি)-৭৭, শিশু রোগী সেবা ৩৮৫, সাধারন রোগী সেবা ৯৭৭, এম আর সেবা ৬ ও কিশোর- কিশোরী সেবা ৪২০ জন, মেডিকেল যন্ত্রপাতি ও আসবাবপত্র বিতরণ এবং ০৫ টি স্যাটেলাইট ক্লিনিক ও এ্যাডভোসি সভায় অনুষ্ঠিত হয়েছে। গত ১৭-২২ ডিসেম্বর পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ ‘২০২২ এ সাফল্যে অর্জিত হয়।

কার্যক্রমের ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সুহৃদ সালেহীনের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় এ্যাডভোসি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মাকসুদুর রহমান ফোরকান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আমিরূল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম, বরগুনা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মো: মাহমুদুল হক আযাদ,সহকারী পরিচালক মো: নকিবুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফাহমিদা লস্কর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: আফরোজা বেগম, উপজেলা নির্বাচন অফিসার কাজী শহিদুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কিরন বালা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: হাদিসুর রহমান পান্না, বেতাগী প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম সিদ্দিকী ও সিনিয়র সহ সভাপতি মোঃ শামীম সিকদার, শিক্ষার্থী এবং মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী সহ সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ এতে অংশ গ্রহণ করেন।

বেতাগী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন বলেন, এখানকার মাঠকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরামর্শ প্রদান ও সচেতনতা তৈরিতে আন্তরিকতার সাথে কিশোরী সামবেশে, পরিবার পরিকল্পনা সেবা, স্বাভাবিক ও জরুরি প্রসব সেবা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা, গর্ভবতী সেবা, নবজাতক ও শিশু সেবা, প্রজননস্বাস্থ্য সেবা, কৈশোরকালীন স্বাস্থ্য ও পুষ্টি সেবা বিষয়ে কাজ করায় শতভাগ লক্ষ্যমাত্রা অর্জণে সক্ষম হয়েছি। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মাকসুদুর রহমান ফোরকান বলেন, এ উপজেলায় পরিবার পরিকল্পনা দপ্তরের মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম স্বাস্থ্য ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলছে। যা শিশু ও মাতৃস্বাস্থ্যের উন্নয়নে অবদান রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর