সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৭:৪২ পূর্বাহ্ন

বেতাগীতে মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে সাফল্যে ও ইতিবাচক প্রভাব

মোঃ খাইরুল ইসলাম মুন্না, বরগুনা: / ১৬৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

বরগুনার বেতাগীতে মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে পরিবার পরিকল্পনা দপ্তর সাফল্যে অর্জন করেছে। এতে উপকূলীয় এ জনপদে ইতিবাচক প্রভাব ফেলেছে।

জানা গেছে, উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ‘সময় মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি’- এ প্রতিপাদ্য বিষয়ের তাৎপর্যের উপর গুরুত্বারোপ করে এ উপজেলায় গত ৬ দিনে উল্লেখযোগ্য বাস্তবায়িত কার্যক্রমের মধ্যে স্থায়ী পদ্ধতি ( পুরুষ গ্রহনকারী) ০৯, স্থায়ী পদ্ধতি ( মহিলা গ্রহণকারী) ৩৬ , দীর্ঘ মেয়াদী পদ্ধতি ( ইমপ্লান্ট গ্রহণকারী) ১৪৮, দীর্ঘ মেয়াদী পদ্ধতি ( আইইউডি)-৬৯, স্বল্প মেয়াদী পদ্ধতি ইনজেকটেবলস্ গ্রহনকারী- ২০৪, খাবার বড়ি গ্রহণকারী-৩৯৭, কনডম গ্রহনকারী ১১৯, প্রসব সেবা ( ডেলিভারি)-৩৪, গর্ভ কালীন সেবা (এএনসি) ২০৩ , প্রসব পরবর্তী সেবা ( পিএনসি)-৭৭, শিশু রোগী সেবা ৩৮৫, সাধারন রোগী সেবা ৯৭৭, এম আর সেবা ৬ ও কিশোর- কিশোরী সেবা ৪২০ জন, মেডিকেল যন্ত্রপাতি ও আসবাবপত্র বিতরণ এবং ০৫ টি স্যাটেলাইট ক্লিনিক ও এ্যাডভোসি সভায় অনুষ্ঠিত হয়েছে। গত ১৭-২২ ডিসেম্বর পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ ‘২০২২ এ সাফল্যে অর্জিত হয়।

কার্যক্রমের ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সুহৃদ সালেহীনের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় এ্যাডভোসি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মাকসুদুর রহমান ফোরকান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আমিরূল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম, বরগুনা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মো: মাহমুদুল হক আযাদ,সহকারী পরিচালক মো: নকিবুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফাহমিদা লস্কর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: আফরোজা বেগম, উপজেলা নির্বাচন অফিসার কাজী শহিদুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কিরন বালা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: হাদিসুর রহমান পান্না, বেতাগী প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম সিদ্দিকী ও সিনিয়র সহ সভাপতি মোঃ শামীম সিকদার, শিক্ষার্থী এবং মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী সহ সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ এতে অংশ গ্রহণ করেন।

বেতাগী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন বলেন, এখানকার মাঠকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরামর্শ প্রদান ও সচেতনতা তৈরিতে আন্তরিকতার সাথে কিশোরী সামবেশে, পরিবার পরিকল্পনা সেবা, স্বাভাবিক ও জরুরি প্রসব সেবা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা, গর্ভবতী সেবা, নবজাতক ও শিশু সেবা, প্রজননস্বাস্থ্য সেবা, কৈশোরকালীন স্বাস্থ্য ও পুষ্টি সেবা বিষয়ে কাজ করায় শতভাগ লক্ষ্যমাত্রা অর্জণে সক্ষম হয়েছি। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মাকসুদুর রহমান ফোরকান বলেন, এ উপজেলায় পরিবার পরিকল্পনা দপ্তরের মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম স্বাস্থ্য ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলছে। যা শিশু ও মাতৃস্বাস্থ্যের উন্নয়নে অবদান রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর