বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদকে বিদায় সংবর্ধনা প্রদান
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে যুগ্ম-সচিব পদোন্নতি প্রাপ্ত জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদকে বিদায় সংবর্ধনা প্রদানকালে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট উপহার দেওয়া হয়েছে।
রোববার (২৭ নভেম্বর) সকালে বেলকুচি উপজেলা পরিষদের অডিটোরিয়াম, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম সাজেদুল ইসলাম, বেলকুচি উপজেলার সহকারি কমিশনার ( ভূমি) শিবানী সরকার, বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল রেজা,বেলকুচি থানার অফিসার ইনচার্জ মোঃ তাজমিলুর রহমান, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) গাজী দেলখোশ প্রমানিক প্রমুখ। এ সময়ে আরো উপস্থিতি ছিলেন, বেলকুচি উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা কর্মচারী গণ।