রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন

বেলকুচিতে গীতা বিদ্যা নিকেতনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত !

রিপোর্টারের নাম : / ৭০ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪

উজ্জ্বল অধিকারী, নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের বেলকুচিতে গীতা বিদ্যা নিকেতন এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিশুদের গীতাপাঠ ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারী) দুপুরে বেলকুচি উপজেলার আদাচাকী গ্রামের শ্রী লালন চন্দ্র সরকারের বহিবাটিতে উপজেলার ৬টি গীতা বিদ্যা নিকেতন এর শিক্ষার্থীদের অংশ গ্রহনে গীতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠান মালার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শীতল চন্দ্র চাকী, এ সময় আদাচাকী হরিবাসর ও পূজা উদযাপন কমিটির সভাপতি সুরেশ চন্দ্র পাল এর সভাপতিত্বে ও সিরাজগঞ্জ অনলাইন রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাতা সঞ্জয় কুমার জয় এর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারী কলেজের সহকারী অধ্যাপক মানচিত্র কুমার পাল। আরো উপস্থিত ছিলেন রংপুরের রাজস্ব কর্মকর্তা ও প্রধান পৃষ্টপোষক ভবেশ চন্দ্র বিশ্বাস।

এসময় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি সরকারী কলেজের সাবেক অধ্যাপক সুব্রত কুমার পাল, ঠাকুরঝিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবলু চন্দ্র পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বেলকুচি উপজেলা শাখার সভাপতি জয় শংকর সাহা, সাধারন সম্পাদক রনি মিত্র, সমাজসেবক আনন্দ কুমার পোদ্দার, নিশীত ভৌমিক, বিপুল চন্দ্র পাল, অচিন্ত্য কুমার সরকার, নয়ন কুমার ঘোষ, সুজন কুমার সরকার প্রমূখ। বক্তারা অভিভাবক এবং শিক্ষার্থীদের প্রতি গীতা শিক্ষায় প্রেরণা জোগাতে বিভিন্ন গীতা নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে মানচিত্র কুমার পাল বলেন, বেদ উপনিষদ ও গীতার আলোকে সনাতন হিন্দু ধর্মের নৈতিক শিক্ষা ও সর্বজীবের সাম্য দর্শনের বিষয়টি সুস্পষ্ট ভাবে তুলে ধরেন। মানবতাই শ্রেষ্ট ধর্ম। জাতপাত ভুলে বিশ্ব মানবতার মঙ্গল হোক।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর