বেড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতন মূলক সভা ও লিফলেট বিতরণ
এস আর শাহ্ আলম বেড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন ” একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যােগে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সচেতন মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
“নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু থেকে সবাই বাঁচি” এই স্লোগানকে সামনে রেখে এক আলোচনা মূলক কর্মসূচির আয়োজন করেন মানব সেবায় নিয়োজিত” একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন” ।গতকাল রোববার বিকেলে উপজেলার নাকালিয়া সাঁড়াশিয়া বণিক উচ্চ বিদ্যালয় ও দুদুলিয়া কোল সরকারি প্রাথমিক বিদয়্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কিভাবে এডিস মশার বংশ বিস্তার রোধ করা যায়, এবং এই মশার কামড় থেকে কিভাবে নিজেদের সুরক্ষিত রাখা যায় , ডেঙ্গু হলে কী কী করণীয় সে বিষয়ে সচেতন মূলক আলোচনা করা হয়।
সেই সাথে এলাকাবাসীর হাতে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিতি ছিলেন নাকালিয়া সাঁড়াশিয়া বণিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো, আজিজ হায়দার আল – আমিন নাহিদা আক্তার দাউদ সহ উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো,রাশেদ হোসেন, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন শাখার সভাপতি মো,তায়েব হোসেন, সহ-দপ্তর সম্পাদক সাব্বির হেসেন, আতিক, জয়,সাকিব,তুষার, ইমন সহ আরো সেচ্চাসেবক বৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।এ সময় নাকালিয়া সাঁড়াশিয়া বণিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজ হায়দার বলেন , সচেতনা সৃষ্টির মাধ্যমে আমরা বেড়াবাসীকে ডেঙ্গু প্রতিরোধে সজাগ রাখতে চাই। দুদুলিয়া কোল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক আমিনুল ইসলাম বলেন , ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে এগিয়ে চলছে “একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”