ভঙ্গুড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফছার আলী মাষ্টার গ্রেফতার

মোঃ আব্দুল আজিজ,ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার মন্ডুতোষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মন্ডতোষ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফছার আলী মাষ্টারকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে মন্ডতোষ গ্রামের নিজ বাড়ি থেকে ডিবি পুলিশের সদস্যরা তাকে গ্রেফতার করে বলে জানাগেছে। সে মন্ডতোষ গ্রামের মৃত আফতাব সরকারের ছেলে। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ও তার ছোট ভাই আব্দুল গফুর সরকার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
পাবনা ডিবি পুলিশের ওসি হাসান বাসির বলেন,ডেভিল হান্ট অভিযানের আওতায় মন্ডতোষ ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আফছার আলীকে গ্রেফতার করে পাবনা ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।