মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় উদ্বোধনের অপেক্ষায় ছায়াকুঞ্জ পৌর পার্ক

আব্দুল আজিজ (ভাঙ্গুড়া) পাবনাঃ / ১৮৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৯নং ওয়ার্ডে বড়ালব্রীজ মাঠের দক্ষিণ পাশে পুকুরের তীরে গড়ে উঠেছে ছায়াকুঞ্জ পৌর পার্ক। আগামী ১৫ই জানুয়ারি পার্কটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে পৌর কর্তৃপক্ষের।

পৌর পার্ক নির্মাণের ফলে শিশু মানসিক বিকাশ ও চিত্ত বিনোদনের বড় সহায়ক হবে বলে মনে করছেন বিশিষ্টজনরা।
আজ (১৩ জানুয়ারি ) শুক্রবার সরজমিনে ঘুরে দেখা যায়, পার্কের অধিকাংশ কাজ প্রায় শেষের পথে।এখন চলছে ঘোঁসা মাজা ও রং তুলির কাজ।
নির্মাণাধীন পৌর পার্কে শিশুরা রেল গাড়ি, ম্যাজিক বোর্ড ব্যবহার করতে পারবেন।

এই পৌর পার্ক নির্মাণের মধ্যে ভাঙ্গুড়াবাসীর দীর্ঘ দিনের একটি আশা পূরণ হতে যাচ্ছে।
পৌর কর্তৃপক্ষ বলছেন, নির্মাণাধীন পার্কটিতে ট্রেন ছাড়াও ৮টি আসনের সুইং, ৬টি আসনের ম্যারি গো রাউন্ডসহ শিশুদের জন্য বেশি কিছু হাতি,ঘোড়া ও পুকুরে প্যাডেল বোড থাকছে। এর পাশাপাশি বঙ্গবন্ধুর আত্মজীবনী কর্ণার ও রয়েছে।

সায়াকুঞ্জ পৌর পার্ক দেখতে আশা প্রভাসক হেলাল উদ্দিন বলেন, ভাঙ্গুড়ায় কোন শিশু পার্ক ছিল না পৌর মেয়র মোঃ গোলাম হাসনাইন রাসেল পার্কটি নির্মাণ করছে আগামী ১৫ই জানুয়ারি উদ্ভোধন। তার পরেই আমরা পার্কে শিশুদের নিয়ে ঘুরতে আসতে পারবো। শিশুরা অনেক আনন্দ করবে। শিশুদের মানসিক ও মেধার বিকাশ ঘটবে।

ভাঙ্গুড়া পৌরসভার মেয়র মোঃ গোলাম হাসনাইন রাসেল বলেন,আগামী ১৫ই জানুয়ারি পাবনা-৩ (ভাঙ্গুড়া,চাটমোহর,ফরিদপুর) এর এমপি ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন ছায়াকুঞ্জ পৌর পার্কটি উদ্বোধন করবেন। এটা চালু হলে ভাঙ্গুড়া পৌরসভাসহ ভাঙ্গুড়া উপজেলার মানুষের বিনোদনের আশা পূরণ হবে বলে আশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর