ভাঙ্গুড়ায় কঠোর নিরাপত্তায় প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/10/ভাঙ্গুড়ায়-কঠোর-নিরাপত্তায়-প্রতিমা-বিসর্জনে-শেষ-হলো-শারদীয়-দুর্গোৎসব-700x390.jpg)
xভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি কঠোর নিরাপত্তায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাবনার ভাঙ্গুড়ায় শারদীয় দুর্গোৎসব শেষ হয়েছে। এ সময় সব অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিকাশের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে উঠবে এ প্রার্থনা করেন হিন্দু ধর্মালম্বীরা। এসময় উপজেলার কলেজ পাড়া ব্রীজে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারিতে উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বাকি বিল্লাহ, পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ গোলাম হাসনাইন রাসেল, ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান,ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলহাজ্ব মোঃ রাশিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইবনুল হাসান শাকিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম বিপ্লবসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভাঙ্গুড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মলয় কুমার দেব বলেন, এবারের পূজা উদযাপনের মাধ্যমে সব অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির বিকাশ ঘটবে। প্রতিমা বিসর্জনের জন্য সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুলিশ, আনসার-ভিডিপিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।