ভাঙ্গুড়ায় তারুণ্যের উৎসব উদ্বোধন
মোঃ আব্দুল আজিজ,ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পাবনার ভাঙ্গুড়ায় উদ্বোধন হয়েছে তারুণ্যের উৎসব-২০২৫।
গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে তরুণ-তরুণীদের নিয়ে উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে তারুণ্যের উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এসময় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিয়া আক্তার রোজী, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক, ক্রীড়া সম্পাদক সাখাওয়াত হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সামিউল ইসলাম তাজ প্রমুখ উপস্থিত ছিলেন