ভাঙ্গুড়ায় ২১আগষ্ট উপলক্ষে আলোচনা সভা ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/08/received_1046284963207173-700x390.jpeg)
রক্তাক্ত বিভীষিকাময় ২১ আগষ্ট একটি নৃশংস হত্যাযজ্ঞের ভয়াবহ দিন ।২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামীলীগের সমাবেশে এক নজীর বিহীন ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয় । সভাস্থলে গ্রেনেড হামলার শিকার হয়েছিলেন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী এবং বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা।এ নারকীয হত্যাযজ্ঞের স্বীকার হয়েছিলেন আওয়ামীলীগের ২২ জন নেতাকর্মী । এ উপলক্ষে পাবনার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয় ।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ (ভাঙ্গুড়া, চাটমোহর ফরিদপুর) সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকি বিল্লাহ, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ লোকমান হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ গোলাম হাসনাইন রাসেল, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জাকির হোসেন ছবি, সহ-সভাপতি অধ্যক্ষ সাইদুল ইসলাম, আসলাম আলী, রমজান আলী খান, রেজাউল করিম রাজা,ভাঙ্গুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ গোলাম হাফিজ রন্জু,যুগ্ন সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক আজাদ খান, সরদার আবুল কালাম আজাদ, ইবনুল হাসান শাকিল, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর হাসিনুর রহমান বাবু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আজিদা পারভীন পাখি,পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু সাঈদ বাদশা, সহ-সভাপতি মোঃ সালেহ আহমদ সন্জু, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহব্বায়ক মোঃ শামীম হোসেন আরিফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আতিকুল ইসলাম বিপ্লব পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবনেতা প্রভাষক হেলাল উদ্দিন খান যুবনেতা সুমন আলীসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশটি পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান হাসান আরিফ।