বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাটোরে বিএসটিআইয়ের অভিযানে বেকারি কারখানাকে জরিমানা গাজীপুরের কোনাবাড়ীতে ৫৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার-২ গাজীপুরের কোনাবাড়ীতে ৫৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার-২ শ্রীপুরে মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজে বসন্তের আগমনী ধ্বনি অনুষ্ঠিত বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন গাজীপুর মহানগর সভাপতি গ্রেফতার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ! নাগেশ্বরীতে শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ ৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি গাজীপুর জেলা বিএনপির সংশোধিত আহবায়ক কমিটি ঘোষণ সিরাজগঞ্জে বৃক্ষপ্রেমী শহিদুলের নিজ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ সিরাজগঞ্জে চাঞ্চল্যকর ডাকাতি ঘটনার রহস্য উদঘাটন!চার ডাকাত আটক

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

রিপোর্টারের নাম : / ১৫২ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৩০ জুলাই, ২০২৩

 

“মানুষই মুখ্য।”মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন” শ্লোগানে সিরাজগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি প্রদর্শন,  আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাদকবিরোধী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং  বক্তব্য রাখেন   সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না তিনি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার  ২০৪১ সালের মধ্যে তামাক নির্মূলের জন্যে যেভাবে গন আন্দোলন তৈরির  জন্য নির্দেশনা দিয়েছেন মাদক তামাকের চেয়ে ভয়াবহ হওয়ায় মাদকের বিরুদ্ধে সকলকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। মাদক বন্ধ করতে সমাজের সকল শ্রেণি পেশার মানুষদের সহযোগিতা করতে হবে।

রবিবার (৩০ জুলাই) সকাল ১০ টায়  জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন করতে একটি র‍্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর সকাল ১০ টা ৩০ মিনিটে অফিসার্স ক্লাবে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়।

জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়,  অতিরিক্তি পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ হান্নান মিয়া,  ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রতন কুমার রায়, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আ.ফ.ম. ওবায়দুল ইসলাম, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক প্রমুখ ।

অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিদর্শক মোঃ মেহেদুল ইসলাম সরদার।

আলোচনা সভায় মাদক থেকে বের হওয়া যুবক তার নতুন জীবনের সফলতার গল্প তুলে ধরেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা সিরাজগঞ্জ জেলা জুড়ে তাদের নানাবিধ কার্যক্রম ও এর সফলতা তুলে ধরেন।

সর্বশেষে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায়  বিভিন্ন  স্কুলের  অংশগ্রহণকারী  শিশু, কিশোর-কিশোরী প্রতিযোগি বিজয়ীদের মাঝে পুরষ্কার হাতে তুলে  দেওয়া হয়।
এসময়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ কামরুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা, মাদকাসক্ত থেকে সুস্থ জীবনে ফিরে আসা রিকভারী এবং অনুষ্ঠান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর