মালয়েশিয়ার শ্রমবাজার তিন মাস অন্তর প্রতিবেদন দাখিলের নির্দেশ
চূড়ান্ত ছাড়পত্রের পর মালয়েশিয়ায় কর্মী যাওয়ার ক্ষেত্রে অব্যবস্থাপনার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ ও কার্যক্রমের হালনাগাদ প্রতিবেদন তিন মাস পরপর আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
রুলে অব্যবস্থাপনার কারণে ভুক্তভোগীদের (চূড়ান্ত ছাড়পত্রের পর মালয়েশিয়ায় যেতে না পারা কর্মী) জীবন ধ্বংস করায় জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও উদাসীনতা কেন অবৈধ হবে না, তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগীদের জমা করা অর্থ মুনাফাসহ ফেরত ও পরে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।