মির্জাপুরে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মির্জাপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এ সময় কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আজ বৃহস্পতিবার (২৩ জুন) বিকাল ৪ ঘটিকায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ মির্জাপুরের সংসদ সদস্য খান আহমেদ শুভ এমপি,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত,মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মনি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক,মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার শিমু,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তৌফিকুর রহমান তালুকদার রাজীব ও মাজহারুল ইসলাম শিফলু,টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সহ সম্পাদক মীর মঈন হোসেন রাজীব,উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবিদ হোসেন শান্ত, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জিএস সেলিম সিকদার সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনসমূহের বিভিন্ন নেতৃবৃন্দ।