যমুনা ডিগ্রি কলেজে জেলহত্যা দিবস শীর্ষক আলোচনা সভা ও রচনা প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়নের সারটিয়ায় প্রতিষ্ঠিত যমুনা ডিগ্রি কলেজের আয়োজনে -জেল হত্যা দিবস শীর্ষক আলোচনাসভা ও রচনা প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় যমুনা ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে উক্ত জেল হত্যা দিবস শীর্ষক আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন – সিরাজগঞ্জ-২ ( সদর- কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এসময়ে তিনি তার বক্তব্যে বলেন-
১৯৭৫ সালের ১৫ আগস্টে বিপথগামী ঘাতকেরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্ব-পরিবারে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের মহানায়ককে হারানোর শোকে জাতি যখন মুহ্যমান তার পরই জাতিকে মেধাশুন্যের খেলায় জাতীয় ৪ নেতা এম. মনসুর আলী, সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দিন আহমেদ ও এম কামরুজ্জামানকে ৭৫ এর ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে খুনি মোস্তাকের নির্দেশে বিপথগামী ঘাতকেরা নিমর্মভাবে বুলেটবিদ্ধ করে হত্যা করে চারনেতাকে । বাঙালী জাতির জীবনে এ এক করুন কলংকময় বেদনাবিধূর দিন । আজ এ উপলক্ষে এ দিবস সম্পর্কে নতুন প্রজন্মদেরকে বঙ্গবন্ধুর আত্ম জীবনীসহ অন্যান্য বঙ্গবন্ধুর উপর লেখা বই পড়ে প্রকৃত ইতিহাস জানতে হবে।
তিনি তার বক্তব্যে আরো বলেন – দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে অবশ্যই সু-শিক্ষা অর্জনের পাশাপাশি সুনাগরিক হয়ে আগামী প্রজন্মকে বেশি বেশি শহীদদের জীবনীও আত্নত্যাগীদের জীবনী পড়তে হবে এবং গবেষণা করতে হবে । শিক্ষার্থীদের এমন রচনা প্রতিযোগিতা মাধ্যমে দেশগঠনে জাতীয় জীবনে অবশ্যই আশা ব্যঞ্জক ভূমিকা রাখবে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা শিক্ষাপ্রসরতায় ব্যাপকভূমিকা রাখছেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চতুর্থবারে প্রধানমন্ত্রী করতে হবে উন্নয়নের ধারাবাহিকতায় রক্ষার্থে এবং -স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে- নৌকা মার্কায় ভোট চাই ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উক্ত কলেজের পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ আনোয়ার হোসেন ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন -রাজশাহী বিভাগের উপজেলার স্বর্ণপদকপ্রাপ্ত সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবীব খোকা প্রমুখ।
এসময়ে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল আলম,। শুভেচ্ছা বক্তব্য রাখেন- উপাধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন, ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব রানা ইসলাম,অভিভাবক ও বিদ্যুৎসাহীদের মধ্যে এস. এম. শামীম রহমান, শামসুল আলম, শওকত আলী শিকদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন -প্রভাষক সিরাজুল ইসলাম। আলোচনা সভা শেষে জেলহত্যাদিবস শীর্ষক রচনা প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ইকবাল বাহার, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আতিকুল ইসলাম, রাষ্ট্র বিজ্ঞানের জুলিয়া নাসরিন, ইসলামের ইতিহাস বিভাগের কামরুন্নাহার রুবি ইংরেজি বিভাগের কুমকুম মোঃ রানাসহ অন্যান্য প্রভাষক, কর্মকর্তারা, অভিভাবক শিক্ষার্থীরা এবং অত্র এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।