রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন

যশোর জেলার শ্রেষ্ঠ ৪ পুলিশ অফিসারকে সন্মাননা প্রদান

রিপোর্টারের নাম : / ৫৫ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:- যশোর জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. নিশাত আল নাহিয়ান

সোমবার(১৫ জুলাই) দুপুরে যশোর পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সম্মেলন কক্ষে গত জুন মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা বিষয়ক সভায় কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য তাঁকে যশোর জেলার শ্রেষ্ঠ সার্কেল ঘোষণা করা হয়।

এসপি মো. মাসুদ আলম বিপিএম (বার), পিপিএম মহোদয় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে পূর্ববর্তী অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। পরে জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গি দমন, অস্ত্র ও মাদক উদ্ধার, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, জেলার মুলতবি মামলা, গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলাগুলোর অগ্রগতিসহ জেলার গোয়েন্দা কার্যক্রম বিষয়ে আলোচনা হয়।

সভায় এসপি মো. নিশাত আল নাহিয়ান তাঁর বক্তব্যে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয় নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি দেশে বিরাজমান স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নিষ্ঠা, পেশাদারি ও সততার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান।

এএসপি ছাড়াও গত জুন মাসে কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে ভূষিত হন বেনাপোল পোর্টথানার ওসি সুমন ভক্ত। এর আগে মে/২০২৪ মাসে জেলার ০৯ টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন। এ নিয়ে টানা ৫ম বার শ্রেষ্ঠত্বের খেতাব পেলেন তিনি। এরমধ্যে বেনাপোল পোর্টথানায় কর্মরত অবস্থায় চারবার সন্মাননা স্মারক পেলেন তিনি।

শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন বেনাপোল পোর্টথানার ঝন্টু কুমার বসাক (বর্তমানে তিনি কোতয়ালী মডেল থানায় কর্মরত)।

শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নির্বাচিত হয়েছেন মোঃ জাহিদুল ইসলাম। তিনি বর্তমানে বেনাপোল পোর্টথানায় কর্মরত আছেন।

এসপি মো. নিশাত আল নাহিয়ান শ্রেষ্ঠ ৪ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা “ক্রেষ্ট” সহ কৃতিত্বের “সনদ” তাদের হাতে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের সকল উর্ধ্বতন কর্মকর্তা, জেলার সকল অফিসার ইনচার্জ সহ অন্যান্য অফিসারবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর