সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন

যশোরের শার্শায় একরাতে ৩ টি গরু চুরি

রিপোর্টারের নাম : / ৪৪ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় রাতের আধারে গোয়াল ঘরের তালা ভেঙে চোরেরা তিনটি বড় গরু চুরি করে নিয়ে গেছে। যার মুল্য প্রায় তিন লাখ টাকা।

মঙ্গলবার(২ জুলাই) ভোর রাতে ঘটনাটি ঘটেছে শার্শা উপজেলার ধলদা গ্রামের আনিসুর রহমানের বাড়িতে।

আনিসুর রহমান ধলদা গ্রামের মৃত এমএম আতর আলীর ছেলে। সে নাভারণ ফজিলাতুননেছা সরকারি মহিলা কলেজের অফিস সহায়ক পদে চাকুরি করেন।

আনিসুর মুঠোফোনে জানিয়েছেন,”প্রতিদিনের ন্যায় রাত ১১টার দিকে আমরা স্ব-পরিবারে রাতের খাওয়া দাওয়া শেষে,গরুর রাতের খাবার দিয়ে গোয়াল ঘরে তালাবদ্ধ করে যার যার ঘরে ঘুমাতে যাই।

ভোর ৫ টার দিকে আমার ঘুম ভেঙে গেলে বাইরে যাওয়ার চেষ্টা করলে দেখি বাইরে থেকে আমার ঘরের ছিটকানি আটকানো। তখন আমার হাঁকডাকে বাড়ির অন্যরা এসে ঘরের ছিটকানি খুলে দেয়।

এসময় বাইরে যেয়ে দেখি রাতের অন্ধকারে অজ্ঞাতনামা চোরেরা আমাদের গোয়ালা ঘরের তালা ভেঙ্গে গরু তিনটি চুরি করে নিয়ে গেছে”।

তিনি আরও বলেন,”গরু চোরেরা আমাকে নিঃস্ব করে রেখে গেছে। গোয়াল ঘরে থাকা তিনটি গরু,যার একটি বড় সাইজের পাকিস্তানি লাল রংয়ের নয় মাসের গাভী গরু, মূল্য অনুমান দেড় লাখ টাকা।একটি মাঝারি সাইজের কালো রংয়ের গাভী,যার মূল্য অনুমানিক এক লাখ টাকা ও একটি ছোট কালো রংয়ের বকনা বাছুর,যার মূল্য অনুমানিক ষাট হাজার টাকা”।

বিষয়টি তিনি লিখিত আকারে শার্শা থানাকে অবহিত করেছেন বলে জানিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর