রতনকান্দি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৩ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
নারীর উন্নয়ন ও সক্ষমতা আনয়নে রতনকান্দি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অস্বচ্ছল ৩৩ জন মেয়ে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভা রতনকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ মাঠে ১ নং রতনকান্দি ইউনিয়ন পরিষদের আয়োজনে এলজিএসপি -৩ প্রকল্পের অর্থায়নে বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন – সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ( উপসচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন – জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে শিক্ষার মান উন্নয়ন, বিনা মুল্যে বই বিতরণসহ নানামুখী পদক্ষেপ গ্রহন করেছেন। দুর-দুরান্তের শিক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা তরান্বিত ও নিয়মিত ক্লাসে উপস্থিতির আগ্রহ বাড়াতে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ বাইসাইকেল বিতরণের উদ্যোগ নেয়া হয়।
তিনি আরো বলেন- বাল্যবিয়ে বন্ধ সহ জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু সনদ বাধ্যতামুলক অন্যথায় সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানার কথা উল্লেখ করেন তিনি।
এ সময় বিনামুল্যে শিশু জন্ম নিবন্ধন সনদ প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- হরিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম,স্থানীয় স্বাস্থ্য পরিদর্শক প্রদীপ কুমার পোদ্দার, ইউপি সদস্য কেএম হারুনার রশিদ ও মোর্শেদা খাতুন কেয়া।
অনুষ্ঠানে ইউপি সচিব জুবায়ের ইসলাম, ইউপি সদস্য মোঃ আব্দুল আলিম, জাহাঙ্গীর আলম, রিপন মিয়া, মোতাহার হোসেন,আইনাল হক, মোছা. লাবনী খাতুন, মোছা, ভানু খাতুনসহ শিক্ষার্থী, অভিভাবক,শিক্ষকসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন ইউপি সদস্য হৃদয় খান আলীম।