রাজধানীর ৬ পশুরহাটে ‘ডিজিটাল পেমেন্ট বুথ’ উদ্বোধন
নিরাপদ ও সহজ লেনদেন নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন ৬টি পশুরহাটে (গাবতলী, বসিলা, আফতাবনগর, ভাটারা, কাওলা ও উত্তরা ১৭ নম্বর সেক্টর) ডিজিটাল পেমেন্ট বুথ উদ্বোধন করা হয়েছে। হাট চলাকালীন এই সেবা পাবেন ক্রেতা-বিক্রেতারা।
সোমবার (৪ জুলাই) বিকেলে রাজধানীর ভাটারা পশুরহাটে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় মাহে আলম বলেন, কোরবানির পশুরহাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপদ ও সহজ লেনদেন নিশ্চিত করতে স্মার্ট হাটের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ডিএনসিসির ৬টি পশুরহাটে ডিজিটাল পেমেন্ট বুথ উদ্বোধন করা হলো।
এ উদ্যোগ ক্রেতা-বিক্রেতাদের নগদ অর্থ বহনের ঝুঁকি, নকল বা ছেঁড়া/ফাটা নোট সংক্রান্ত সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।