সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:১২ অপরাহ্ন

লালমনিরহাট ডোবায় মাছ ধরায় মা ও দুই ছেলেকে রক্তাক্ত জখম

আশরাফুল হক, লালমনিরহাট থেকেঃ / ২৪৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৬ জুলাই, ২০২২

লালমনিরহাটের আদিতমারীতে পরিত্যাক্ত ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে মা ও তার দুই ছেলেকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে।

বুধবার(৬ জুন) দুপুরে বিচার চেয়ে ৮জনের বিরুদ্ধে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কৃষক আইয়ুব আলী।

আহতরা হলেন, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পশ্চিম দীঘলটারী সাংকাচওড়া গ্রামের কৃষক আইয়ুব আলীর স্ত্রী ছলিমা বেগম(৪২), তার ছেলে শরিফুল ইসলাম(২৫) ও সাইফুল ইসলাম(২২)।

অভিযোগে জানা গেছে, উপজেলার পশ্চিম দীঘলটারী সাংকাচওড়া গ্রামের কৃষক আইয়ুব আলীর দুই ছেলে সাইফুল ও শরিফুল মঙ্গলবার(৫জুন) বিকেলে বাড়ির পাশে পরিত্যাক্ত ডোবায় মাছ ধরতে যায়। এ সময় মাছ ধরা নিয়ে বিতর্ক লাগে প্রতিবেশী মৃত সবেদ আলীর ছেলে সাহার আলীর সাথে।

এরই জের ধরে একই দিন সন্ধ্যায় সাইফুল ইসলাম বাড়ি থেকে স্থানীয় সাংকাচওড়া বাজারে যাবার পথে প্রতিপক্ষ সাহার আলী গংরা লাঠি, সোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। তার আত্নচিৎকারে তাকে বাঁচাতে ভাই শরিফুল ইসলাম ও মা ছলিমা বেগম এগিয়ে আসলে তাদেরকেও এলোপাতারী মারপিট করে। এক পর্যয়ে প্রতিপক্ষরা শরিফুলের গলায় রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা করে। পরে স্থানীয়রা এসে তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্ত্রী ও দুই ছেলের উপর হামলার বিচার চেয়ে বুধবার(৬ জুন) দুপুরে সাহার আলীকে প্রধান করে ৮জনের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন কৃষক আইয়ুব আলী।

হাসপাতালের বেডে থাকা ছলিমা বেগম বলেন, হামরা গরিব মানুষ। একা পেয়ে পরিবারের সবাইকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে সাহার আলীর লোকজন। আমার মাথায় লাঠি দিয়ে পিটিয়েছে। চিকিৎসকরা ৬টি সেলাই দিয়েছে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোক্তারুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর