লালমনিরহাটে পুকুরে ডুবে দুই শিশু’র মৃত্যু!
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুকুরে পড়ে আয়শা খাতুন (২) ও লাবিবা আক্তার (২) নামে দুই শিশু’র মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ জুন) বিকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আয়েশা ওই এলাকার রাশেদুল ইসলামের মেয়ে এবং লাবিবা একই এলাকার রুবেল মিয়ার মেয়ে।
এ বিষয়ে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান নান্নু জানান, বাড়ির উঠানে খেলা করছিল শিশু আয়েশা ও লাবিবা। বাড়ির পাশে পুকুর থাকায় খেলতে খেলতে পানিতে পরে যায়।
পরে, অনেক খোঁজাখোঁজির একপর্যায়ে পুকুরে তাদের মরদেহ ভেসে উঠলে পরিবারের লোকজন উদ্ধার করে।