বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
সলঙ্গায় সেচ্ছাসেবকদলের শীতবস্ত্র বিতরণ গাজীপুরে ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার-১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে আদম ব্যবসায়ী শাহীন ও মশিয়ারের বিরুদ্ধে প্রতারণা মামলা সৌদি আরবে অবৈধ অভিবাসী! কুড়িগ্রামে এম আর বি ইকো ব্রিকসকে পাঁচ লক্ষ টাকা জরিমানা শার্শা সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপি বিজ্ঞান মেলা নারীদের স্বাস্থ্য সচেতনতা ও টেকসই উন্নয়নে টিম চিহ্নের ব্যতিক্রমী উদ্যোগ কোনাবাড়ীতে টিনশেড বাসায় অগ্নিকাণ্ড,৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ভারত যাওয়ার পথে ইডেন ছাত্রলীগ নেত্রীসহ গ্রেফতার ২ শিক্ষককে মারধোর,সেই যুবদল নেতা দল থেকে বহিষ্কার

লালমনিরহাটে পুড়ে যাওয়া ভবন থেকে ৬ মরদেহ উদ্ধার!

রিপোর্টারের নাম : / ৪৭ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

আশরাফুল হক, লালমনিরহাট: লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের পুড়ে যাওয়া ভবন থেকে ছয়টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ আগস্ট) মধ্যরাতে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে ফায়ার সার্ভিস সদস্যরা তল্লাশিকালে এসব মরদেহ দেখতে পায়।

জানা গেছে, শেখ হাসিনার পদত্যাগের পরেই লালমনিরহাট জেলাজুড়ে উল্লাসে রাজপথে নেমে আসে ছাত্র-জনতা। বিকেলে জেলার আওয়ামী লীগ নেতাকর্মী ও সংসদ সদস্যদের বাসা ও প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের শহরের কালীবাড়ি বাজারস্থ চারতলা আলিশান বাসায় অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরে রাত ৩ টার দিকে লালমনিরহাট ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুনে পুড়ে যাওয়া বাড়িটি তল্লাশি চালিয়ে ছয়জনের মরদেহ উদ্ধার করে। এদের পরিচয় শনাক্ত করতে না পারায় মরদেহগুলো ওই বাড়িতেই রাখা হয়। বিজয় মিছিলের পর থেকে লালমনিরহাটে ছয়জন শিক্ষার্থী নিখোঁজ ছিল। ধারণা করা হচ্ছে- এই ছয়টি মরদেহ ওই শিক্ষার্থীদের হতে পারে। নিখোঁজ শিক্ষার্থীদের অভিভাবকদের অনুরোধে অগ্নিদগ্ধ বাসায় তল্লাশি চালায় ফায়ার সার্ভিস। মঙ্গলবার সকালে সদর থানা পুলিশ ওই বাড়ি থেকে আগুনে পুড়ে যাওয়া ছয় মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়।
যে সব স্হানে হামলা ও অগ্নিসংযোগ হয়েছে
লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি সদ্য সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেন, লালমনিরহাট-৩ (সদর) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমানের বাসা, জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি বিলাশের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের খামার বাড়িতেও ভাঙচুর করার খবর পাওয়া গেছে।

পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সম্পাদক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুলের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়াও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও রংধনু সমবায় সমিতির কার্যালয়সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করার খবর পাওয়া গেছে। এছাড়াও জেলার বেশ কিছু আওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করার খবর পাওয়া গেছে। জেলা আওয়ামী লীগের কার্যালয়সহ জেলার সব আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের কার্যালয় ভাঙচুর করা হয়েছে এছাড়াও জেলার আরও অনেক জায়গায় ভাঙচুর হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে জেলার সব সরকারি ভবন ও স্থাপনায়।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, আগুনে পুড়ে যাওয়া ছয় মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত না হলেও ধারণা করা হচ্ছে নিখোঁজ ছয় শিক্ষার্থীর মরদেহ এগুলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর