বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রামে আশা’র প্রয়াত প্রতিষ্ঠাতা প্রেসিডেন্টের মৃত্যুবার্ষিকী পালন  শার্শায় সত্য নারায়ণের মাঘী পূর্ণিমা গঙ্গা স্নান ও বাৎসরিক পূজা অনুষ্ঠিত গাজীপুরে ইয়াবাসহ আন্ত:জেলা নারী মাদক কারবারি আটক যশোরের শার্শায় অপারেশন ডেভিল হান্ট গ্রেফতার-৫ কুড়িগ্রাম সদরে ইটভাটা বন্ধ করে দিল প্রশাসন  বিএনপি’র নেতার অবৈধ ইটভাটায় অভিযান চালাতে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমান আদালত! প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি পেশ তিস্তা মহাপরিকল্পনাসহ ১২ দফা বাস্তবায়নের দাবি! নাটোরে বিএসটিআইয়ের অভিযানে বেকারি কারখানাকে জরিমানা গাজীপুরের কোনাবাড়ীতে ৫৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার-২ গাজীপুরের কোনাবাড়ীতে ৫৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার-২

লালমনিরহাটের বলিরাম তেতুলতলা দাখিল মাদ্রাসায় কর্মচারী নিয়োগে দুর্নীতির অভিযোগ!

রিপোর্টারের নাম : / ২৫৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

আশরাফুল হক, লালমনিরহাট:

লালমনিরহাটের সদর উপজেলার বলিরাম তেঁতুলতলা দাখিল মাদরাসায় দু’জন কর্মচারী নিয়োগে সুপার মাওলানা নুর মোহাম্মদ-এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই সাথে মাদরাসা মাঠজুড়ে নেট দিয়ে চাতাল বানিয়ে ভুট্টা শুকানোর কাজ চলছে। ফলে জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি। অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বলিরাম তেঁতুলতলা দাখিল মাদরাসাটি অবস্থিত। উক্ত মাদরাসার সুপার মাওলানা নুর মোহাম্মদ ইতিমধ্যেই মাদরাসায় দু’পদে নিয়োগ বিজ্ঞপ্তি অতি গোপনীয়তার সাথে পত্রিকায় প্রকাশের পর পছন্দনীয় প্রার্থীর আবেদন গ্রহন করে নিয়োগের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এতে তার পছেন্দের প্রার্থী ছাড়া অন্য কেউ আবেদনের সুযোগ পায়নি। পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে নিজে আত্নীয়-স্বজনদের প্রার্থী দেখিয়ে সাপোর্ট আবেদন করা হয়েছে। তাছাড়া মাদরাসার শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির অন্যন্যা সদস্যরাও এ নিয়োগের খবর জানেন না। নিয়মানুযায়ী পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মাদরাসার নোটিশ বোর্ডে টাঙ্গানোর নিয়ম থাকলেও তা মানা হয়নি। সরেজমিনে বুধবার (১২ জুলাই) সকাল ১১টায় বলিরাম তেঁতুলতলা দাখিল মাদরাসা ক’জন সাংবাদিক উপস্থিত হলেও সুপার মাওলানা নুর মোহাম্মদ উপস্থিত ছিলেন না। ওই সময় মাদরাসায় পাঠদান চললেও মাদরাসার মাঠজুড়ে নেট দিয়ে চাতাল বানিয়ে ভুট্টা শুকানোর কাজ চলছে। মাদরাসার ঘরের ভিতরে ও বাহিরে রাখা হয়েছে ভুট্টার খড়ি। ফলে শিক্ষার্থীদের চলাফেরা ও খেলাধূলায় মারাত্নকভাবে ব্যাহত হচ্ছে। মাদরাসাটিতে যেন পরিস্কার-পরিচ্ছন্নতার কোন বালাই নেই, যেন দেখারও কেউ নেই। বলিরাম তেঁতুলতলা দাখিল মাদরাসা সংলগ্ন বাসিন্দা মিঠু মিয়া মিলন বলেন, আমার স্ত্রীকে আয়া পদে নিয়োগ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে সুপার নুর মোহাম্মদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগেই ৩ লক্ষ টাকা নিয়েছেন। এখন নৈশ্যপ্রহরী ও আয়া পদে তাদের পছন্দের প্রার্থীকে আরো বেশি টাকা নিয়ে নিয়োগে দিয়েছেন। এখন আমাকে পাত্তাই দিচ্ছেন না। তিনি আরো বলেন, আমরা এ বিষয়ে ১৩ জন মিলে (২৫ জুন) জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিস, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক অফিসার লালমনিরহাট বরাবর অভিযোগ দায়ের করেছি। উক্ত মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য ছলিমুল্ল্যা, সহকারী শিক্ষক ও মাদ্রাসা কমিটির সদস্য মাওলানা ওয়াজেদ আলী বলেন, সুপার নুর মোহাম্মদ একজন দুর্নীতিবাজ। তিনি ইতিমধ্যে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তার পছন্দের প্রার্থীর নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। অথচ এ নিয়োগ বিজ্ঞপ্তি এলাকাবাসী ও মাদরাসার শিক্ষকরাই জানে না বা দেখেনি। বলিরাম তেঁতুলতলা দাখিল মাদরাসার সুপারের সাথে মুঠোফোন যোগাযোগ করে পাওয়া না গেলেও ওই মাদরাসার সহ সুপার আবুল হোসেন বলেন, সুপার স্যার আজ মাদ্রাসায় আসেননি। তিনি আমাকে মুঠোফোনে বলেছেন, মাদরাসার জরুরী কাজে সভাপতি কাছে ছুটি নিয়ে ঢাকায় গেছেন। আমি নিয়োগ বিষয় কিছু জানি না। তবে একদিন নিয়োগ বিষয় মাদরাসা আলোচনা হয়েছে। তাছাড়া আমরা শিক্ষকরা কোন পত্রিকায় এ ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি দেখেনি, শুধু শুনছি দুইজন নিয়োগ হবে। এ ব্যাপারে লালমনিরহাট জেলা শিক্ষা অফিস আঃ বারী বলেন, বলিরাম তেঁতুলতলা দাখিল মাদরাসার নিয়োগ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ক’দিনের মধ্যে তদন্ত করে মাদরাসা শিক্ষা বোর্ডে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর