শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন

শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

রিপোর্টারের নাম : / ৬১ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

গাজীপুর জেলা সংবাদদাতাঃ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুপুরে দুদকের একটি দল এ অভিযান পরিচালনা করেন।

দুদকের সমন্বিত গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক বায়েজিদুর রহমান খান এ তথ্য জানান।

তিনি বলেন, হাসপাতালে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে সোমবার দুদকের একটি অ্যানফোর্সমেন্ট ইউনিট  নিয়ে এ অভিযান চালানো হয়েছে ।

তিনি জানান, আমরা কাগজপত্র ও তথ্য সংগ্রহ করেছি। এসব দেখবো এবং এ বিযয়ে পরবর্তী  সময়ে বিস্তারিত জানানো হবে।

গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, শুনেছি,  দুদকের টিম এসেছে। আমি রাউন্ড আছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর