মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাটোরের বড়াইগ্রামে বিএসটিআইয়ের অভিযানে দুই বেকারি কারখানাকে জরিমানা লালমনিরহাটে কলেজের অধ্যক্ষ পদ নিয়ে সংঘর্ষ; যুবলীগ নেতা আটক! লালমনিরহাটে ডাকাত দল গ্রেফতার! কাজিপুরে ডেইরি ফার্মে দুর্ধর্ষ ডাকাতি; পুলিশের গড়িমসিতে ভিন্নখাতে প্রবাহিত হওয়ার শংকা সলঙ্গায় খড়ের পালায় আগুন থানায় অভিযোগ ভাষা শহিদদের স্মরণে বেনাপোল বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি যশোরের নাভারন থেকে ১ কোটি ৫৭ লাখ টাকার ভারতীয় রুপার অলংকারসহ আটক-০২ প্রান্তিক পর্যায়ের পঞ্চাশ হাজার অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে ভয়েস অব কাজিপুর  কাঁঠালবাড়িতে প্রতিবন্ধী শিশুদের সহায়তার জন্য কার্যকর সমাধান নিয়ে সংলাপ অনুষ্ঠিত ৫ আগস্ট না হলে শিক্ষা ব্যবস্থা ও দেশ ধ্বংস হয়ে যেত রফিকুল ইসলাম বাচ্চু

শহীদ তাজউদ্দীনের নিজ এলাকায় জেল হত্যা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদকঃ / ২১ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

বাঁধার মুখে গাজীপুরের কাপাসিয়ায় শহীদ তাজউদ্দীন আহমদের নিজ এলাকায় জেল হত্যা দিবস পালিত হয়েছে।কাপাসিয়া উপজেলার এগারো ইউনিয়ন থেকে মুক্তিযোদ্ধাসহ অর্ধশতাধিক লোকজন এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

জেল হত্যা দিবস উপলক্ষে আজ রবিবার (৩ নভেম্বর) দুপুর ২ টায় কাপাসিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে জাতীয় চার নেতার সম্মানে কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকায় তাজ উদ্দীন আহমদ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যুদ্ধকালীন কাপাসিয়া উপজেলা কমান্ডার মো. মাহমুদুল আলম খান বেনু দ্য ডেইলি স্টারকে বলেন, আমরা জাতীয় চার নেতার জন্য সংক্ষিপ্ত আলোচনা ও মোনাজাত করেছি। আমরা যখন মোনাজাতের জন্য প্রস্তুতি নিয়েছি, ঠিক তখনই অজ্ঞাত ১০/১২ জন যুবক এসে অনুষ্ঠানে বাঁধা প্রদান করে।

তিনি বলেন, আমরা বাঁধা প্রদানকারীদের বলেছি, আমরা  এখানে ঝগড়া করতে আসেনি। এসেছি জাতীয় চার নেতার জন্য দোয়া করতে। আমি তাদেরকে আরো বলেছি, জেল হত্যা দিবস পালন করা আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। তোমরাও আমাদের সাথে অনুষ্ঠানে অংশগ্রহণ করো। তখন তারা উচ্চ বাচ্য করে ঘটনাস্থল ত্যাগ করেছে।

বীরমুক্তিযোদ্ধা আাইন উদ্দিন বলেন,কাপাসিয়া মুক্তিযোদ্ধা চত্তরে ২৫ মিনিট দাড়িয়ে আলোচনা সভায় অংশগ্রহণ করেছি। কোনো রকমে অনুষ্ঠানটি করেছি। অনুষ্ঠান করতে কিছু সমস্যা হয়েছে।

তিনি আরো বলেন, বীরমুক্তিযোদ্ধা মনির হোসেন পনির, বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, বীরমুক্তিযোদ্ধা ইফাজ উদ্দিন, কবি ও সাহিত্যেক হেলাল উদ্দিন, যুবলীগ নেতা ফখরুল আলম সিকদার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

জেল হত্যা দিবসের অনুষ্ঠানে বাঁধা প্রসংগে জানতে চাইলে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার এ কে এম লুৎফর রহমান জানান, এ বিষয়ে আমি কিছুই জানিনা। কাপাসিয়ায় ডিসি সাহেব এসেছিলো। আমি ব্যস্ত ছিলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর