শাহজাদপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

‘সময়ের অঙ্গিকার, কন্যা শিশুর অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে জাতীয় কন্যা শিশু দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা বেগম। এসময় ইউপি চেয়ারম্যানবৃন্দ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা এবং সদস্যরা উপস্থিত ছিলেন।