শিশুদের ভাল বাসায় সিক্ত হলেন জাতির পিতা বঙ্গবন্ধু
প্রতিবছরের মতো এবারেও বরগুনার বেতাগীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোট-বড় সব শিশুদের ভাল বাসায় সিক্ত হয়েছেন। শিশু সংগঠন ন্যাশনাল চিল্ডেন ট্রাষ্ট ফোর্স (এনসিটিএফ) ও স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন পিস সোসাইটি’র আয়োজনে রবিবার (১৭ মার্চ) দিনবর বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আনন্দ র্যালি, কবিতা আবৃতি ও চিত্র অংকন, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়।
সকাল ১১ ঘটিকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে সংগঠনের সভাপতি মোঃ আরিফুল ইসলাম মান্না’র সভাপতিত্বে ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’ এ প্রতিপাদ্যে শিশুদের ভালবাসায় বঙ্গবন্ধু শীর্ষক আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মাহমুদা খানম।
উপজেলা এনসিটিএফ এর সাধারন সাধারন তাকওয়া তারিন নুপুর এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু,বেতাগী নাগরিক ফোরাম-বিএনএফ’র সভাপতি লায়ন মো. শামীম সিকদার, সুশাসনের জন্য নাগরিক (সুজন)‘র সাধারণ সম্পাদক মোঃ মহাসিন খান।
এসময় বক্তব্য রাখেন উপজেলা এনসিটিএফ এর সহ সভাপতি মাহমুদ হাসান, শিশু সাংসদ সদস্য সাইফুল ইসলাম রিয়াজ ও রাইসা সিকদার, শিশু সাংবাদিক মাহি বুরহান সিয়াম প্রমুখ।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়নে শিশুরা প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে এইদিনে শিশু সংগঠন ন্যাশনাল চিল্ডেন ট্রাষ্ট ফোর্স (এনসিটিএফ) ও স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন পিস সোসাইটির পক্ষ থেকে পৌর শহরের বঙ্গবন্ধু স্মৃতি স্কোয়ারে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।