শেখ হাসিনাকে শুভেচ্ছা বেলারুশের প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বেলারুশের প্রধানমন্ত্রী রোমান গোলভচেঙ্কো। সুবিধাজনক সময়ে বেলারুশ ভ্রমণের জন্য তাঁকে পুনরায় আমন্ত্রণ জানান দেশটির প্রধানমন্ত্রী।
শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে তিনি বলেন, ‘সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হওয়ায় বেলারুশ প্রজাতন্ত্র সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।’
রোমান গোলভচেঙ্কো বলেন, ‘আপনার নেতৃত্ব ও দেশের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে সঠিক কৌশলের জন্য এটি নিঃসন্দেহে আপনার প্রতি বাংলাদেশের জনগণের গভীর আস্থার প্রমাণ।’ তিনি শেখ হাসিনার সুস্বাস্থ্য, সুখ এবং সাফল্য কামনা করেন।