সলঙ্গায় কৃষকলীগের কমিটি গঠন-মোহাম্মাদুল্লাহ সভাপতি,আকতার সম্পাদক
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়ন কৃষকলীগের কমিটি গঠন করা হয়েছে।এতে মোহাম্মাদুল্লাহ আকন্দ সভাপতি ও আকতার হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় চত্বরে সলঙ্গা থানা কৃষকলীগের সভাপতি আব্দুল হান্নান নান্নু ও সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সাচ্চুর স্বাক্ষরিত আগামী ৩ বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
এসময় সিরাজগঞ্জ ৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ,সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর,সাধারন সম্পাদক আতাউর রহমান লাভু,সহ সভাপতি ফণি ভূষন পোদ্দার,সলঙ্গা থানা কৃষকলীগের সভাপতি আব্দুল হান্নান নান্নু,সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সাচ্চু,রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো,হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহেল কাফী,নলকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাউসার হোসেন,সলঙ্গা থানা যুবলীগের যুগ্ম আহবায়ক রিয়াদুল ইসলাম ফরিদ,সলঙ্গা থানা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফজলে করিম রিপন ও ফারুক হোসেন প্রামানিকসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সলঙ্গা থানা কৃষকলীগের সভাপতি আব্দুল হান্নান নান্নু ও সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সাচ্চু জানান,মোহাম্মাদুল্লাহ আকন্দকে সভাপতি ও আকতার হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করাসহ ৫ সদস্যের ঘুড়কা ইউনিয়ন কৃষকলীগের কমিটি অনুমোদন দেয়া হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।