শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ

সলঙ্গায় জমি নিয়ে দন্দের জেরে হামলার ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: / ৮১ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

সিরাজগঞ্জের সলঙ্গায় জমি নিয়ে দন্দের জেরে হামলার ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। বুধবার দুপুরে সলঙ্গা থানার চরিয়া শিকার গ্রামে ভুক্তভোগী মোহাম্মদ জিন্ন আলীর বাড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৮ জুলাই তারিখে আমার বড় ভাই আব্দুস সালাম ও তার ছেলে মোহাম্মদ আল-আমিন, হাসু, মোস্তাকিন, মোমিন সহ ৭/৮ জন লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে আমার বাড়ির উপর হামলা চালায়। এসময় একাধিক তারা আমাকে সহ আমার ছোট ভাই সাইদার হোসেন তার স্ত্রী সাহানা খাতুন ও মেয়ে সাদিয়াকে দেশীয় অস্ত্র দিয়ে আঘত করে মাথায় জখম করে। এসময় তারা আমাদের বাড়ির উপর হামলা চালিয়ে ভাংচুর করে। তিনি আরো জানান, এর আগেও আমি বিদেশে থাকা কালীন সময়েও তারা আমার পরিবারের উপর হামলা চালিয়েছে। এমন কি আমার ছেলে কে প্রানে মারবে না এই মর্মে একাধিক বার মোট ৫ লক্ষ টাকা জোর করে নিয়েছে। সেদিনের সেই হামলার ঘটনায় প্রতিবেশিরা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশ আনার পর আমরা হাদের হাত থেকে রেহায় পাই।

তিনি অভিযোগ করে বলেন, হামলার ঘটনায় মামলা করা হলেও দুইজন আসামী গ্রেফতার হলেও বাকিরা এখনো বাড়িতেই অবস্থান করছেন। তারা এখন আমাদের মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছে।

সংবাদ সম্মেলন এসময় আরো উপস্থিত ছিলেন, মো: আলী জিন্নার ভাই সাইদার আলী, সাহানা বেগম, নাজমা বেগম, বাদশা আলী প্রমুখ্য।

এদিকে অভিযুক্ত বড় ভাই আব্দুস সালাম বলেন, আমরা নয় জিন্না তার লোকজন দিয়ে আমাদের উপর হামলা করেছে।

এব্যাপারে হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল আলম বলেন, এই বিষয়টি কয়েকবার দুই পক্ষকে নিয়ে বসেছিলাম। তবে সমস্যার কোন সমাধান আসেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর