সোমবার, ০৩ মার্চ ২০২৫, ১০:২১ অপরাহ্ন
শিরোনামঃ
যশোরের শার্শা মূল্য তালিকা না থাকায়’৪ দোকানদার কে জরিমানা ভাঙ্গুড়ায় মাসব্যাপী ইফতার আয়োজন গন অধিকার পরিষদের ভালুকায় পৈতৃক সম্পত্তি ভাগ বাটোয়ারার জের ধরে অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর  দূর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুর গাজীপুর নগরীতে গত ২৪ ঘন্টায় ডেবিল হান্ট অভিযানে গ্রেফতার-৫৮ ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন উৎপাদন ব্যয় কমাবে যান্ত্রিক কৃষি, সমলয় ধান চাষ উদ্বোধন অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা প্রশাসক  ডেবিল হান্ট অভিযানে গাজীপুর নগরীতে গ্রেফতার-১৪ গাজীপুরে মহাসড়কে ছিনতাইয়ের চেষ্টা, সেনাবাহিনীর হাতে আটক ৩ গাকৃবি’র শহীদ আহসানউল্লাহ মাস্টার হলে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সাংবাদিকদের অফিসে আটকিয়ে জরিমানা করা সেই এসিল্যান্ড প্রত্যাহার

রিপোর্টারের নাম : / ৫৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৬ মার্চ, ২০২৪

জমির খারিজ সংক্রান্ত তথ্য জানতে চাওয়ায় পাঁচ সাংবাদিককে আটকে গালাগাল এবং জেলে পাঠানোর হুমকি দেওয়ার ঘটনায় লালমনিরহাট সদর উপজেলা সহকারী কমিশনার (এসি ল্যান্ড) আবদুল্লাহ-আল-নোমান সরকারকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের দেওয়া আদেশে তাকে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় এসি ল্যান্ড হিসেবে যোগদান করতে বলা হয়েছে। গতকাল লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আপাতত আবদুল্লাহ-আল-নোমান সরকার হরিপুর উপজেলায় যোগদান করবেন। পরবর্তীতে তাকে মন্ত্রণালয়ে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পাওয়া গেলে দ্রুত বিভাগীয় তদন্তকাজ শুরু হবে। সাংবাদিকরা জানান, তথ্য চাওয়াকে কেন্দ্র করে এসি ল্যান্ড অফিসে গিয়েছিলেন তারা। এসি ল্যান্ড ও তার অফিসের কর্মচারীরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন।

প্রায় ৪০ মিনিট আটকে রাখার পর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি এম এ মমিন সাংবাদিকদের উদ্ধার করেন। পরে সাংবাদিকরা এ ঘটনার প্রতিবাদে শহরের মিশন মোড়ে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন। পরে জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ সেখানে উপস্থিত হয়ে সাংবাদিকদের শান্ত করেন এবং এসি ল্যান্ডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

ভুক্তভোগী সাংবাদিক মাহফুজ সাজু বলেন, এসি ল্যান্ড ছাড়াই অফিস সহকারীরা জমির নাম-খারিজের শুনানি করছিলেন। আমি এ ঘটনার ভিডিও ধারণ করেছিলাম। প্রথমে আমাকে এবং পরে অপর চার সাংবাদিককে আটক করা হয়। আমাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন এসি ল্যান্ড।

লালমনিরহাট প্রেস ক্লাবের আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন, ‘এসি ল্যান্ড প্রত্যাহার হওয়ায় আংশিক দাবি পূরণ হয়েছে। আমরা তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তপূর্বক শাস্তির দাবি করছি।’

সূত্র: বাংলাদেশ প্রতিদিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর