সাদপন্থী নেতা শফিউল্লাহ ২ দিনের রিমান্ডে
গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষে নিহতের ঘটনায় হত্যা মামলার আসামি সাদপন্থী নেতা শফিউল্লাহর দুই দিন রিমান্ড দিয়েছেন আদালত।
রোববার (৫ জানুয়ারি) দুপুরে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ। বিষয়টি নিশ্চিত করেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
তিনি বলেন,গতকাল সকাল সাড়ে ১১ টার সময় সাদপন্থী নেতা শফিউল্লাহকে গাজীপুর অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উঠানো হয়। পরে পুলিশ তার ৭ দিন রিমান্ড আবেদন করলে আদালত দুইদিন রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেফতার শফিউল্লাহ শরিয়তপুর জেলার নড়িয়া থানার ডগরী তালুকদার বাড়ী গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি রাজধানী ঢাকার মুগদা বড় মসজিদের খতিব ও সাদপন্থীদের নেতা।
শনিবার ৪ জানুয়ারি রাত সোয়া ৯ টার সময় শরিয়তপুর পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এই মামলায় ৩ জনকে গ্রেফতার করা হলো।
উল্লেখ্য গত ৪ নভেম্বর ইজতেমা মাঠে সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা করেন মাওলানা জুবায়ের পন্থী কিশোরগঞ্জ জেলার আলমী শুরার সাথী এস এম আলম হোসেন।