সিংড়ায় যুব মহিলা আওয়ামী লীগেরর ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
নাটোরের সিংড়া উপজেলা ও পৌর যুব মহিলা আওয়ামী লীগের আয়োজনে আনন্দ মিছিল, বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা ও কেককাটা সহ নানা আয়োজনে ২০ তম যুব মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
৬ জুলাই, বুধবার সকাল ১১ টায় দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় হতে একটি আনন্দ মিছিল বের হয়ে উপজেলা চত্বরে এসে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন নেতৃবৃন্দ।
উপজেলা যুব মহিলা আওয়ামী লীগের নবনির্বাচত সভাপতি মোছাঃ খাদিজা খাতুনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জ্যোতি সরকারের পরিচালানায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পারভীন আক্তার।
পৌর যুব মহিলা লীগের নবনির্বাচিত সভাপতি শাবানা খাতুন, সাধারন সম্পাদক সাজনিন সাথী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা শেষে কেক কেটে অনুষ্ঠান শেষ করা হয়।