সিরাজগঞ্জ জেলা বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের মালিক এ্যাসোসিয়েশনের কমিটি গঠন
সিরাজগঞ্জ জেলা বেসরকারি পলিটেকনিট ইনস্টিটিউটের মালিকদের সমন্বয়ে একটি এ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) দুপুরে সিরাজগঞ্জ শহরের রেলগেট এলাকায় সিরাজগঞ্জ ইনস্টিটিউট অব টেকনোলজি (সিট) এর হলরুমে বেসরকারি পলিটেকনিট ইনস্টিটিউট মালিকদের এক সভায় সর্বসম্মতিক্রমে এই সংগঠনের গঠন করা হয়।
সভায় সিটের পরিচালক (প্রশাসন) মোঃ শরীফুল ইসলামকে আহবায়ক করে সিরাজগঞ্জ জেলা বেসরকারি পলিটেকনিট ইনস্টিটিউট মালিক এ্যাসোসিয়েশনের ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, ওয়েস্ট্রার্ন ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির অধ্যক্ষ ও পরিচালক মোঃ হাফিজুর রহমান, ধানবান্ধি পলিটেকনিকট ইনস্টিটিউটের পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ক্লাসিক ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট অব টেকনোলজির অধ্যক্ষ ও পরিচালক মোঃ মাসুদুল ইসলাম, সিরাজগঞ্জ আইডিয়াল টেক্সটাইল ইন্সটিটিউটের পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, সিরাজগঞ্জ ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির পরিচালক মোঃ কামরুজ্জামান, যমুনা পলিটেকনিটক ইন্সটিটিউটের অধ্যক্ষ আসিফ ইকবাল এবং কনফিডেন্স ইন্সটিটিউট অব টেকনোলজির অধ্যক্ষ মোঃ শহীদুল রহমান ও আজিমনগর টেকনোলজি এন্ড ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের পরিচালক মোঃ জাফর ইকবাল।
সভায় আগামী ৩০ জুন রাজশাহীতে অনুষ্ঠিতব্য বিভাগীয় সম্মেলনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান, নব নির্বাচিত আহবায়ক মোঃ শরীফুল ইসলাম।