সিরাজগঞ্জ সদর উপজেলার বাল্যবিয়ে নিরোধ কমিটির সাথে ব্র্যাকের সমন্বয় সভা অনুষ্ঠিত
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/11/received_2264365547091305-700x390.jpeg)
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সদর উপজেলায় বাল্যবিয়ে নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৩ নভেম্বর-২০২৩) সকাল ১১ টায়
সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে – সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসন এর সভাপতিত্বে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির সহযোগিতায় বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।
উক্ত আলোচনায় বক্তব্যে রাখেন – সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ সদর থানার ওসি(তদন্ত) মোঃ হাসিবুল্লাহ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহেল রানা, যুব উন্নয়ন অফিসার মীর মোহাম্মদ সফি, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাহিমা আল- আশরাফ, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ সেলিম রেজা, কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুস সবুর আলী সেখ, কাওয়াকোলা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান (জিয়া মুন্সী) , ছোনগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, মেছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল মজিদ মাষ্টার প্রমুখ।
ব্র্যাকে পক্ষে আলোচনা করেন- ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ রইস উদ্দিন ও জেলা ব্যবস্থাপক মোঃ আজাদ রহমান।
এ সময়ে- ইসলামিক ফাউন্ডেশনের ইমরান হোসেন, কাজী প্রতিনিধি জহুরুল ইসলাম, শিক্ষক আব্দুল রহিম, প্রভাষক রেজাউল করিম, জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন- ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি অফিসার মোঃ মাসুদ রানা।