শিরোনামঃ
শেখ হাসিনাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন বৈদেশিক ঋণের প্রকল্পে বিশেষ নজর দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ উল্লাপাড়ায় ব্র্যাকের সহায়তায় অতিদরিদ্র সদস্যদের মাঝে ষাড় গরু বিতরণ যে কারণে বাতিল হলো জামিল হাসানের প্রার্থীতা দেশি শিং মাছের জিনোম সিকোয়েন্স উন্মোচনে সফলতা একক গ্রাহকের ঋণসীমা অতিক্রম না করতে নির্দেশ ব্যাংকগুলোকে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ রপ্তানি আয়ের লক্ষ্য ১১০ বিলিয়ন ডলার ২-৩ বছরের মধ্যে মহাকাশে যাবে বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট সিরাজগঞ্জে ভিক্টোরিয়া হাইস্কুলে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত প্রত্যাশা নতুন অধ্যায়ের উপজেলা নির্বাচন তরুণরা চায় সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক বিপিসির এলপি গ্যাস বটলিং প্ল্যান্ট আধুনিকায়ন, জুনে চালু রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলবে না সেমিকন্ডাক্টর খাতে ১০ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের সম্ভাবনা নারীবান্ধব শিক্ষানীতির কারণে মেয়েরা এগিয়ে: প্রধানমন্ত্রী বশেমুরকৃবি ভেটেরিনারি টিচিং হসপিটালে ইয়ং ডক্টরস লার্নিং প্রোগ্রাম অনুষ্ঠিত কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনার ওপর জোর প্রধানমন্ত্রীর জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি কনসালটেন্ট  সরোয়ারের মৃত্যুতে উপাচার্যের শোক

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষ্য র‍্যালী অনুষ্ঠিত

কলমের বার্তা / ২৫ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১০ মার্চ, ২০২৪

“দূর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জে ১০ মার্চ জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলাপ্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে

রবিবার (১০ মার্চ) সকাল ১০ টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সন্মুখে হতে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে এসে শহিদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান তিনি তার বক্তব্যে বলেন, অগ্নিকাণ্ড, ভূমিকম্প সহ সকল দূর্যোগ প্রতিরোধে আমাদেরকে সহনশীলতা এবং জনসচেতনতা সৃষ্টি করতে হবে। প্রস্তুতি গ্রহণ ও প্রতিরোধ ব্যবস্থা থাকলে প্রাণ হানী ও সম্পদের ক্ষতি কম হবে। এজন্য বিশেষ করে শিক্ষার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে অভিভাবক সাধারণ মানুষদের সচেতনতা বৃদ্ধি অব্যশই করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ সামিউল আলম, সিভিল সার্জন ডাঃ রামপদ রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, সিনিয়র সহসভাপতি এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির লিমিটেড এর প্রেসিডেন্ট বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু ইউসুফ সূর্য, জেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল মন্নান, স্টেশন অফিসার মোঃ আতাউর রহমান টনি, সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ সাইদুল হক , ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ রইস উদ্দিন, সুক এনজিওর নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, এনডিপি এনজিওর প্রতিবন্ধী বিষয়ক ও শিক্ষা কর্মসূচির কর্মকর্তা শিপন চন্দ্র নাগ প্রমুখ। এসময় অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা, যুবরেড ক্রিসেন্টের সদস্যরা, রোভার স্কাউটস সদস্যরা, এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দরা অন্যান্যরা উপস্থিত ছিলেন।

34


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর