সিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত
“জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২” সফলভাবে উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ জুলাই) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের একে এম শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে – উক্ত প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম নাছিম রেজা নুর (দিপু), ভাইস চেয়ারম্যান (মহিলা) অধ্যাপিকা হাসনা হেনা, সিরাজগঞ্জ প্রেসক্লাব সভাপতি হেলাল আহাম্মেদ সহ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, জাতীয় মৎস্যজীবী ও আঞ্চলিক মৎস্যজীবী সমবায় সমিতির নেতৃবৃন্দ, আওয়ামী মৎস্যজীবীলীগ সিরাজগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দরা।