সিরাজগঞ্জে বিভিন্ন স্থানে বাজার মনিটরিং করছেন জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ
সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এঁর নির্দেশনা এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তমাল হোসেন এঁর নেতৃত্বে
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি ২০২৩) দিনব্যাপী
শহরের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যের মান ঠিক রাখা, যথাযথভাবে মূল্য তালিকা প্রদর্শন করাসহ বিভিন্ন বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করেন জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।
এ সচেতনতামূলক কার্যক্রম ও প্রচারণার অংশ হিসেবে চালানো হয়। ভবিষ্যতে এ সংক্রান্ত কোন ধরনের অনিয়ম বা ব্যত্যয় পরিলক্ষিত হলে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে জানান জেলা প্রশাসন ।