বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরের কোনাবাড়ীতে মাদক কারবারি আটক বিডি২৪লাইভের বর্ষসেরা জেলা প্রতিনিধি হলেন সিরাজগঞ্জের সোহেল রানা গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ,গাড়ী ভাংচুর ও অগ্নি সংযোগ কুড়িগ্রামে কমিউনিটি নেতা ও যুব ফোরাম এবং স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কোনাবাড়িতে প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট নাগেশ্বরীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত গাজীপুরে কারখানা খোলার দাবিতে গণ সমাবেশ শুরু  ভূরুঙ্গামারীতে ৩ ইটভাটার ৩ লক্ষ টাকা জরিমানা

সিরাজগঞ্জে বিশ্ব মৌমাছি দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালি প্রদর্শন ও কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ৫০ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২০ মে, ২০২৪

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে বিশ্ব মৌমাছি দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে বেলুনফেস্টুন উড়িয়ে, র‍্যালি প্রদর্শন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করার পর এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিনজেনটা বাংলাদেশ লিমিটেড ও সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের যৌথ উদ্যোগে-
সোমবার (২০ মে-২০২৪) সকাল হতে দুপুর পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী সিরাজগঞ্জে বিশ্ব মৌমাছি দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উদ্ভিদ সংরক্ষণ (বালাইনাশক প্রশাসন ও মাননিয়ন্ত্রণ) অতিরিক্ত পরিচালক এস.এ.সোহরাব উদ্দিন এসময়ে কর্মশালায় তার বক্তব্যে বলেন, সিনজেনটা বাংলাদেশ লিমিটেড উদ্ভাবনী গবেষণা ও প্রযুক্তির মাধ্যমে কৃষিক্ষেত্রে টেকসই উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ শীর্ষস্থানীয় একটি বহুজাতিক প্রতিষ্ঠান। বাংলাদেশে সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতার সহিত বাংলাদেশের কৃষি ও কৃষকদের জীবনমান উন্নয়নে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনজেনটা বাংলাদেশ লিমিটেড এর কর্পো্রেট এফেয়ারস এবং সাসটেইনেইনাবিলিটি বিভাগের ডিরেক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম কর্মশালায় তার বক্তব্যে বলেন,
কৃষির উৎপাদন বৃদ্ধিতে, মৌমাছির মতো পরাগ বহনকারী কীটপতঙ্গ রক্ষার গুরুত্ব এবং জীববৈচিত্র্য টিকিয়ে রাখার ও পরিবেশে সচেতনতা বৃদ্ধি করার জন্য সিনজেনটা বাংলাদেশ লিমিটেড এর এই যুগোপযোগী আয়োজন।
সিনজেনটা বাংলাদেশ লিমিটেড তাদের পলিনেটর সেইফটি স্টিউয়ারডশিপ কারযক্রমের মাধ্যমে দেশব্যাপী মৌ চাষিদের হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকেন। যেখানে মৌমাছি সংরক্ষণ, বিচরন কালিন সময়ে পরিচর্যা এবং বালাইনাশকের সঠিক ও পরিমিত ব্যবহার বিধি শেখানো হয়।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক বাবলু কুমার সূত্রধর।

অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ এ.কে.এম. মফিদুল ইসলাম, অতিরিক্ত পরিচালক উদ্যান কৃষিবিদ মোঃ এনামুল হক, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোঃ জিয়াউর রহমান, কৃষি প্রকৌশলী কৃষিবিদ ফাতেমা আক্তার,
সিনজেনটা বাংলাদেশ লিমিটেড এর সিনিয়র ম্যানেজার স্টুয়ার্ড শিপ এন্ড এনগেজমেন্ট কৃষিবিদ ড. মোহাম্মদ হাবিবুল্লাহ, সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত, কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শরীফুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুর রউফ, বেলকুচি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুকান্ত ধর প্রমুখ।
এসময়ে কর্মশালায় সিরাজগঞ্জ জেলার ৯০ জন মৌ-চাষী, ৩০ জন সরিষা চাষী এবং অন্যান্য কৃষকেরা, সাতক্ষীরার বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তা ও স্থানীয় সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর