সিরাজগঞ্জে সিএসও এনজিওর চলমান পরিসেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময়
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে প্রতিবন্ধীতা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা শিখবো সবাই ( দৃষ্টি) সিএসও এনজিওর চলমান পরিসেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, আলোর প্রদীপ ও সফল প্রতিবন্ধী অধিকার সংস্থা সিরাজগঞ্জের আয়োজনে – এফসিডিও এফসিডিও এবং ইউকে এইড সহযোগিতায়-
সোমবার (১৮ ডিসেম্বর -২০২৩) সকাল ১১ টায় সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কস্থ কুটুমবাড়ী কটেজে ও রেস্টুরেন্টে`র কনফারেন্স রুমে এ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন – এডিডি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ সংস্থার প্রকল্প সমন্বয়কারী লিটন বারুরী এবং উপস্থাপন করেন -ফিল্ড কোর্ডিনেটর মোঃ নাজমুল হোসাইন খান।
এ সময়ে সভায় বক্তব্য রাখেন – কামারখন্দ পল্লী উন্নয়ন সংস্থা`র এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ আসাদুল আলম, সাইটসেভার্স এর জেলা সমন্বয়কারী তপন কুমার, ব্রাক এর জেলা সমন্বয়কারী মোঃ রইস উদ্দিন, সুখ এর নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, লেপ্রা বাংলাদেশ এর মোঃ শাখাওয়াত হোসেন, গ্রাম উন্নয়ন কেন্দ্র`র প্রজেক্ট ম্যানেজার মোঃ আতাউর রহমান সরকার সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি বৃন্দ এবং গণমাধ্যম বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দ্যা নিউ এজ সংবাদ মাধ্যম’র মোছাঃ সুলতানা ইয়াসমিন সহ দৈনিক সময়কালে সংবাদপত্রের সাংবাদিক মোঃ রানা প্রমুখ।